ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবসর ভেঙে ফিরছেন আমির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০১ ১৪:৩৭:১৯
অবসর ভেঙে ফিরছেন আমির

রমিজ রাজা বরখাস্ত করায় নাজাম শেঠিকে ধন্যবাদ জানিয়েছিলেন আমির। কেনোনা রমিজ যতদিন পিসিবি প্রধান পদে ছিলেন, ততদিন ম্যাচ পাতানো ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে মোটেও আগ্রহী ছিলেন না।

যে কারণে অনেকটা অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। তবে রমিজ বরখাস্ত হওয়ায় পাকিস্তানের জার্সিতে ফিরতে পারেন তিনি। তবে তাঁর আগে আপাতত লক্ষ্য পাকিস্তান সুপার লিগে নিজেকে প্রমাণ করা।

“আল্লাহ চাইলে আবার পাকিস্তানের হয়ে খেলব। তবে আমি পিএসএলে খেলতে এবং ভালো পারফর্ম করতে চাই।”

ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হন আমির। তারপর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলেও ফেরেন। আমির জানান, পিসিবি তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছে। দুঃসময়ে শুধু পাশে ছিলেন নাজাম শেঠি ও শহীদ আফ্রিদি।

“পিসিবি আমার ওপর অনেক বিনিয়োগ করেছে বলে আমাকে নির্যাতন করেছে। আমি শুধু বলব দু'জন আমার মধ্যে প্রচুর বিনিয়োগ করেছেন, নাজাম শেঠি এবং শহীদ আফ্রিদি। তাঁরা ছিল মাত্র দুজন। দলের বাকিরা বলেছিল- আমরা আমিরের সঙ্গে খেলতে চাই না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ