ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বোর্ডের তো অনেক টাকা, ডিআরএস থাকা উচিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০১ ১৬:০৫:২০
বোর্ডের তো অনেক টাকা, ডিআরএস থাকা উচিত

শনিবার (৩১ ডিসেম্বর) বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে জানান, “এলিমিনেটর থেকে ডিআরএস থাকবে। তিনটা এলিমিনেটর ম্যাচ হয় আর ফাইনাল ম্যাচ। এখানে কমপ্লিট ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা বিকল্প ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটা গতবার ছিল, তার থেকে আপটেড ভার্সনের একটা ডিআরএস থাকবে। যেটাকে আমরা বিকল্প ডিআরএস বলি।”

তবে যথেষ্ট সময় ও অর্থ থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে ডিআরএসের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখতে না পেয়ে হতাশ সালাহউদ্দিন। তিনি মনে করেন, যেকোনো একটা ভুল সিদ্ধান্তে টুর্নামেন্টের গতিপথ পাল্টে যেতে পারে। তাই ডিআরএস থাকা উচিত।

রবিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের অন্যতম সফল এই কোচ বলছিলেন, “এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে তো আমাদের একটু মন খারাপ হবেই। যেকোনো একটা সিদ্ধান্তের কারণে আপনি পুরো টুর্নামেন্টটা হেরে যেতে পারেন। যেহেতু আপনারা অনেক সময় পেয়েছিলেন, আপনাদের বোর্ডের তো অনেক টাকা। এই ধরনের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। আমার মনো হয়, এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ