ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আবারো চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে রোনালদোকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৪ ১০:৩৫:০৮
আবারো চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে রোনালদোকে

ক্লাব ছাড়তে ছাড়তে তার বয়স ৪০-এর কোটায় গিয়ে ঠেকবে। তাই রোনালদোকে আর কখনও চ্যাম্পিয়ন্স লিগে দেখার সম্ভাবনা শূন্যের কোঠায়, এমনটা মনে করাই যৌক্তিক। তবে ভক্ত-সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর আছে।

স্প্যানিশ গণমাধ্যম 'মার্কা'র প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পায়, তাহলে রোনালদোকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে।

আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তিটাই এমন। চুক্তির একটা শর্ত হলো, ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেড যদি খেলার ছাড়পত্র পায়, তাহলে রোনালদো তাতে খেলতে পারবেন লোনে।

চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় সব রেকর্ড রোনালদোর দখলে। এখন পর্যন্ত লিগের রেকর্ড ১৪০ গোলের মালিক তিনি। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি, ১২৯ গোল নিয়ে।

রোনালদো আর কখনও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারলে মেসির সামনে দ্রুতই সুযোগ আসবে তাকে ছাড়িয়ে যাওয়ার। তবে রোনালদো যে চুক্তি করেছেন, তাতে তার সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা।

এই মুহূর্তে নিউক্যাসল ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে। শেষ পর্যন্ত সেরা চারের মধ্যে থাকতে পারলে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আর কোনো বাধা থাকবে না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ