ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ঢাকার হয়ে খেলবেন রবিন দাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৪ ১২:৫৯:২১
ঢাকার হয়ে খেলবেন রবিন দাস

সেই লক্ষ্যে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নামও দিয়েছিলেন। এর আগে একবার ব্রাত্য থাকার পর এবারের ড্রাফটে বিদেশিদের ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন, যেখানে দাম ধরা হয়েছিল ৩০ হাজার ডলার। তবে এবারও ড্রাফট থেকে রবিনকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ। অবশেষে রবিনের ইচ্ছা পূরণ করল ঢাকা ডমিনেটর্স। বিপিএলের নবাগত দলটি টুর্নামেন্ট শুরুর প্রাক্বালে দলে ভিড়িয়েছে রবিনকে।

রবিন দাসের নাম শুনেই অনেকে হয়ত অনুমান করে নিতে পারেন, গত জুনে ইংল্যান্ডের হয়ে লর্ডস টেস্টে ফিল্ডিং করতে নামা এই ক্রিকেটারের হয়ত যোগসূত্র আছে উপমহাদেশের সাথে। রবিনের শরীরে আসলে বাংলাদেশেরই রক্ত বইছে। ২০ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার ২০২০ সালের ২০ সেপ্টেম্বরে এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের অভিষেক ঘটান। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে অভিষেকের পর গত জুনে বদলি ফিল্ডার হিসেবে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা হয় তার।

রবিন দাসের বয়স মাত্র ২০ বছর। তার বাবা বাংলাদেশের। ডানহাতি ব্যাটার রবিনের পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে। ইংল্যান্ডের ক্রিকেটে রীতি আছে, কাউন্টি দলের ক্রিকেটাররা নিজেদের সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় দলে থাকার সুযোগ পান। রবিন শুধু দলের সাথে থেকেছেন এমনই নয়, তিনি ইংল্যান্ডের হয়ে ফিল্ডিংও করেছেন।

এর আগে ২০২১ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটেও রবিন নাম নিবন্ধন করেছিলেন, যদিও তাকে দলে ভেড়ায়নি কোনো দল। এসেক্সের হয়ে খুব বেশি দিন আগে অভিষেক না হলেও রবিন একসময় নিয়মিত খেলেছেন দ্বিতীয় সারির দলে, সেই সাথে বয়ভসিত্তিক দলের হয়েও মাঠ মাতিয়েছেন। মুূল দলের হয়ে ৭টি লিস্ট 'এ' ও ৩টি টি-২০ খেলেছেন। লিস্ট 'এ' ক্রিকেটে আছে একটি ফিফটি।

২০১৮ সালে একটি ওয়ানডে ম্যাচে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ২০০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন তিনি। রবিন দাস সর্বপ্রথম আলোচনায় আসেন ২০১৯ সালে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার সুবাদে চলে আসেন প্রাদপ্রদীপের আলোয়। সে সময় জানিয়েছিলেন, একসময় খেলতে চান বাংলাদেশের হয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে রবিন বাংলাদেশের হয়ে অভিষেক ঘটাবেন নাকি ইংল্যান্ডের হয়ে তা সময়ই বলে দেবে। তবে আপাতত রবিন বাংলাদেশে খেলতে আসছেন, তা-ই বড় বিষয়। বিপিএলে ভালো করলে তার জন্য তো বটেই, সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী দল গড়তে না পারা ঢাকা ডমিনেটর্সের জন্যও আশীর্বাদ বয়ে আনবেন। রবিন যেহেতু বিপিএলের পুরো আসরেই খেলতে পারবেন, ঢাকা ডমিনেটর্স তাই এই তরুণকে একাদশে রেখেই গেম প্ল্যান সাজানো শুরু করতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ