ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বর্ষসেরা টেস্ট বোলিং স্পেলের প্রথমস্থান দখল করেছে এবাদত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৩ ১৯:৫০:২১
বর্ষসেরা টেস্ট বোলিং স্পেলের প্রথমস্থান দখল করেছে এবাদত

বছরের প্রথম দিনেই টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। এবাদত পেয়েছিলেন কেবল একটি উইকেট। বোল্ড করেছিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৫৮ রান। ব্যাট হাতে লিটন, মুমিনুল, জয়, শান্ত, মিরাজরা ভালো করেছিলেন। কিন্তু তখনো কেউ ধারণাও করতে পারেননি যে এই ম্যাচ জয়ের নায়ক হবে বোলার এবাদত হোসেন।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেটটি পান এবাদত। সবাইকে অবাক করে দিয়ে, দ্বিতীয় থেকে সপ্তম, টানা ছয়টি উইকেট নেন তিনি। এবাদতের বোলিং তোপে মাঠ ছাড়েন ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেন, রস টেইলর ও কাইল জেমিসন। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন তাসকিন ও মিরাজ। মাত্র ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুইটি উইকেট হারিয়েই জয় পায় বাংলাদেশ। ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হন সেই এবাদত। ওই ম্যাচের আগে দলে তার জায়গা নিয়েই ছিল তুমুল সমালোচনা। আর জয় দিয়েই সবার মন জয় করে ফেলেন তিনি। অবিশ্বাস্য সূচনার পর ২০২২ সালে দারুণ পারফরম্যান্স ধরে রেখেছিলেন এবাদত।

নিউজিল্যান্ডকে হারানোর এবাদতের এই বোলিং স্পেলই উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেলের প্রথমস্থান দখল করেছে। ২১ ওভারে ৪৬ রান খরচায় এবাদত নেন ছয়টি উইকেট। মেডেন ওভারও করেন ছয়টি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানকে হারানো প্যাট কামিন্সের ৫৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির মাত্র ২৩ রানের বিনিময়ে সাত উইকেট, এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চতুর্থস্থানে পাকিস্তানের বিপক্ষে ওলি রবিনসনের ৫০ রানে পাঁচ উইকেট। ও তালিকার শেষ অর্থাৎ পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রভাত জয়সুরিয়ার ৫৯ রানে ছয়টি উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ