ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মেক্সিকোকে বিশাল শাস্তি দিল ফিফা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৬ ১১:৪৪:০৫
মেক্সিকোকে বিশাল শাস্তি দিল ফিফা

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ড ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ চলাকালে গ্যালারিতে সমকামীর পক্ষে মেক্সিকোর সমর্থকদের গান গাইতে দেখা যায়। অবশেষে কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে এফএমএফকে ১ লাখ ৮ হাজার ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ১২ লাখ ১৪ হাজার ৬৫৫ টাকা।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ডিসিপ্লিনারি কমিটি মেক্সিকান ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা এবং তাদের পুরুষ জাতীয় দলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফিফার অনুচ্ছেদ ১৩ লঙ্ঘনের অপরাধে জন্য তাদের এই শাস্তি দেওয়া হলো।’

এফএমএফের পাশাপাশি ইকুয়েডরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সার্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্রোয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকেও ফিফার শৃঙ্খলাবিধির ১৩ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ