ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

উমরান মালিক’কে বাদ দেয়াতে টুইটারে সমালোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৮ ১৪:৫৫:২০
উমরান মালিক’কে বাদ দেয়াতে টুইটারে সমালোচনার ঝড়

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ড্র করার পর একদিনের সিরিজ জিতেই ভারতে পা দিয়েছেন স্যান্টনার, টম ল্যাথামরা। তাই উপমহাদেশের পিচ সম্পর্কে যথেষ্ঠ ধারণা রয়েছে তাঁদের। কিউইদের বিরুদ্ধে কঠিন লড়াই লড়তে প্রস্তুত ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। শেষ সাক্ষাতে নিউজিল্যান্ড নিজেদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিয়েছিলো।

আজ পূর্ণশক্তির ভারতের কাছে রয়েছে বদলার সুযোগ। ম্যাচের শুরুটাও ভারতের জন্য ইতিবাচকই হলো। টসের কয়েন পড়লো ভারত অধিনায়ক রোহিতের পক্ষে। দলের ব্যাটারদের ফর্ম মাথায় রেখে আরও একবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ‘হিটম্যান।’ আজ ‘টিম ইন্ডিয়া’র জার্সিতে দেখা যাবে ঈশান কিষণ’কে। তরুণ উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে আশাবাদী সমাজমাধ্যম।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ী দলের বেশ কয়েকজনকে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা যাবে ভারতীয় একাদশে। চোটের জন্য গতকাল ছিটকে গিয়েছেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার। ব্যক্তিগত কারণে আগেই সরে দাঁড়িয়ে ছিলেন কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল। রাহুলের বদলে উইকেটরক্ষকের দস্তানা হাতে দেখা যাবে তরুণ ঈশান কিষণকে।

বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেয়ে দ্বিশতরান করেছিলেন ঝাড়খণ্ডের ঈশান। তারপর শ্রীলঙ্কা সিরিজে তাঁকে দলে না দেখে ক্ষুব্ধ হয়েছিলেন ক্রিকেটপ্রেমী জনতা। আজ রাহুলের জায়গায় তাঁকে একাদশে দেখে স্বভাবতই খুশি তাঁরা। আরও একবার দুর্দান্ত পারফর্ম করে ভারতকে জয় এনে দিন চব্বিশ বর্ষীয় তরুন, এমনটা প্রার্থনা করছে সমাজমাধ্যম। এছাড়াও দলে রয়েছেন সূর্যকুমার যাদব।

টি-২০ ক্রিকেটে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে মেলে ধরতে পারলেও এখনো একদিনের ক্রিকেটে তেমন সফল নন সূর্য। ‘ফিনিশারের’ ভূমিকায় তাঁরও সাফল্য চাইছেন নেটনাগরিকেরা। তিরুঅনন্তপুরমে খেলেন নি হার্দিক পান্ডিয়া, আজ প্রত্যাবর্তন ঘটছে তাঁর। উমরান মালিক নন, বরং বোলিং আক্রমণে ফেরানো হয়েছে শার্দূল ঠাকুরকে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কা সিরিজে ছেঁটে ফেলা হয়েছিলো শার্দূলকে। আজ সরাসরি তাঁকে প্রথম একাদশের অংশ হতে দেখে অবাক ক্রিকেট অনুরাগীদের একাংশ। উমরান’কে বাদ দেওয়া হলো কেনো? প্রশ্ন তুলেছেন তাঁরা।

দেখে নিন ট্যুইটার চিত্র-

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ