ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ইতালিয়ান সুপার কাপ: শেষ হলো এসি মিলান বনাম ইন্টার মিলানের মধ্যকার ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৯ ১৩:৪৪:৩৮
ইতালিয়ান সুপার কাপ: শেষ হলো এসি মিলান বনাম ইন্টার মিলানের মধ্যকার ম্যাচ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে ইন্টার। ফল পেতেও বেশি দেরি হয়নি, ম্যাচের দশম মিনিটে নিকোলাস বারেলার বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে এনে দেন ফেদেরিকো ডিমারোকো। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডিন জেকো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার।

বিরতির পর ভালো কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি এসি মিলান। উল্টো ৭৭তম মিনিটে গোল করে ইন্টারকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বছরের প্রথম শিরোপা জিতে মাঠ ছাড়েন ইন্টার মিলান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ