ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সাকিব বলেছিলন, ‘আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি আপনি ছুটতে থাকেন : ইফতিখার আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ২০ ০৯:৫৫:০৬
সাকিব বলেছিলন, ‘আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি আপনি ছুটতে থাকেন : ইফতিখার আহমেদ

ফলে জয় পেতে অস্বাভাবিক কিছু করতে হতো রংপুর রাইডার্সেকে। তবে তেমন কিছু ঘটাতে পারেনি তারা। ৬৭ রানের ব্যবধান রেখে ১৭১ রানেই থেমে যায় তাদের ইনিংস। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে সাকিব-ইফতেখার জুটির সামনে যেন অসহায় হয়ে যায় রংপুর রাইডার্স। কিভাবে তাদের থামানো যায়, তা যেন খুঁজেই পাচ্ছিলো না দলটি।

অনেকটাই যেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। যেই জুটি ভাঙতে পারেনি কেউই, বরং বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে পঞ্চম উইকেট জুটির সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন দু’জনে। দু’জনে মিলে সংগ্রহ করেন ৮৬ বলে ১৯২ রান।

তবে ইফতিখার তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির জন্য সাকিবকেই ধন্যবাদ দিয়েছেন। বরিশালের ৬৭ রানের জয়ের দিন ম্যাচসেরার পুরস্কার জেতা ইফতিখার সংবাদ সম্মেলনে এসে বলেছেন, “আমার স্বপ্ন ছিল তিন সংস্করণেই সেঞ্চুরি করার। উইকেটে সাকিব ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল। তাঁকে বলছিলাম যে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার স্বপ্নের কথা। তিনিও সমর্থন দিচ্ছিলেন।”

ব্যক্তিগত ৭০ রানের সময় সাকিবের সঙ্গে সেঞ্চুরি নিয়ে কথা হয় ইফতিখারের। এরপর থেকেই তাঁকে স্ট্রাইক দিয়ে তিন অঙ্কে পৌঁছানোর সুযোগ করে দেন সাকিব, “৭০ রানে ছিলাম। তখন সাকিব ভাইকে আমি বলেছিলাম, ‘আমি শতরানের পেছনে ছুটি। যত বেশি স্ট্রাইক পাব, তত ভালো।’ তিনি বলেছিলন, ‘আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি। আপনি ছুটতে থাকেন।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ