ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমি ফাইনালের সমীকরণ কঠিন করলো বাংলাদেশ, দেখেনিন হিসাব নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ২২ ০৯:৫৫:২০
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমি ফাইনালের সমীকরণ কঠিন করলো বাংলাদেশ, দেখেনিন হিসাব নিকাশ

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ২৬ রানের ওপেনিং জুটি ভাঙে মিষ্টি সাহার (১২) বিদায়ে। আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা করেন ৩৩ বলে ২১ রান। পুরো ইনিংসে একটাও ছক্কা মারতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান আসে সুমাইয়া আক্তারের ব্যাট থেকে। দুই অঙ্কের স্কোর করেছেন এমন ব্যাটারদের মধ্যে মাত্র একজনের স্ট্রাইকরেট তিন অঙ্ক ছুঁয়েছে। ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন কায়লা রেইনেকে।

অল্প রানের পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা লড়াই বেশ জমিয়ে তুলেছিলেন। মাত্র ৩৩ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম ৪ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। যার তিনটিই নিয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। সেখান থেকেই ৭০ রানের জুটি গড়ে বাংলাদেশের থেকে ম্যাচটা ছিনিয়ে নেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারোবো মেসো। ম্যাচসেরা ম্যাডিসন ৩৮ বলে ৩৭ করে আউট হলেও মেসো অপরাজিত থাকেন ৩০ বলে ৩২ রানে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ