ভাবনার কারন মুস্তাফিজ

কিন্তু সেই মধুচন্দ্রিমা বেশি দিন টেকেনি।আগমনের বছর দুয়েক পর থেকেই নিজেকে হারাতে শুরু করেছেন। যেই মুস্তাফিজের এক একটা বল ছিলো আগুনের গোলা সেই মুস্তাফিজ কিনা হয়ে গেলেন রান করার সবচেয়ে সেইফ অপশন।
চলতি বিপিএলেও একই অবস্থা। এই বিপিএলে তার খেলা ৬ ম্যাচে পেয়েছেন কেবল ২ উইকেট। পরিসংখ্যান দেখার পর কিছুটা চমকে উঠতেই হয়। কিন্তু বাস্তবতা এতটাই নির্মম যে, মোস্তাফিজ গোটা বিপিএলে নিজের ছায়া হয়ে আছেন। ৬ ম্যাচে ২০ ওভার হাত ঘুরিয়েছেন। ১৫৭ রানে পেয়েছেন কেবল ২ উইকেট। যেখানে তার বোলিং গড় ৭৮.৫০। ইকোনমি ৭.৮৫।
মাঝে ইনজুরিতে পড়ে চার ম্যাচ মিস করেছেন বাঁহাতি পেসার। কিন্তু ইনজুরির আগে-পরে ধারহীন তার বোলিং। ব্যাটসম্যানদের নুন্যতম ভোগাতে তো পারছেনই না উল্টো রান দিচ্ছেন উদার হস্তে
জাতীয় দলের তিন ফরম্যাটে আলাদা আলাদা চুক্তিতে পেসার রয়েছেন ছয়জন। কেবল তাসকিন আহমেদই রয়েছেন তিন ফরম্যাটে। বাকিরা কেউ এক ফরম্যাটে, কেউ দুই ফরম্যাটে। চুক্তিভুক্ত পেসারদের মধ্যে মোস্তাফিজ ও ইবাদতের বোলিং সবচেয়ে হতশ্রী। ইবাদত ৪ ম্যাচে ১৪৪ রান দিয়ে পেয়েছেন কেবল ১ উইকেট। বোলিং ইকোনমি ১২.০। তবে কেবল লাল বলের চুক্তিতে থাকায় তার বোলিং নিয়ে ভবিতব্য নয়।
সব ভাবনা কেবল মোস্তাফিজকে ঘিরেই। শনিবার চট্টগ্রামের বিপক্ষে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পাওয়ার প্লে’র শেষ ওভারে বোলিংয়ে এসে ৬ রান দিলেও বাকি ৩ ওভারেই ৩৮ রান বিলিয়ে আসেন। স্লগ ওভারে নিয়মিতই রান দিচ্ছেন বাঁহাতি পেসার।
খুলনার বিপক্ষে ৩৯ রান দেওয়া ম্যাচে শেষ দুই ওভারেই দেন ২৩ রান। মোস্তাফিজের বিপিএল শুরু হয়েছিল ১ উইকেটে ৩১ রান দিয়ে। পরের ম্যাচে সিলেটের বিপক্ষে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। চট্টগ্রামে প্রথমবার খেলতে নেমেই চোটে পড়েন। ১ ওভার বোলিংয়ের পর মাঠ থেকে উঠে যান।
১৪ দিন পর মাঠে ফিরে ফেরার ম্যাচ রাঙিয়েছিলেন দারুণ বোলিং। বলার মতো সেদিনই ভালো বোলিং করেছেন। ৪ রানে জয় পাওয়া সেই ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। সেই ম্যাচে সর্বোচ্চ ১৪ ডট বল দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। বাকি পাঁচ ম্যাচেই অনুজ্জ্বল তিনি।
কুমিল্লা টানা সাত ম্যাচ জিতে নিশ্চিত করেছে সেরা চার। দল ভালো করায় মোস্তাফিজের বিবর্ণ পারফরম্যান্স খুব একটা প্রভাব পড়েনি। এজন্য তার বোলিং নিয়ে খুব একটা চিন্তিতও নয় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
‘মোস্তাফিজককে নিয়ে আমি কখনোই দ্বিধাদ্বন্দে ভুগি না। আপনাকে সে তিনটা-চারটা ম্যাচ জেতাবে সেটা আমি ধরেই রাখি। দুয়েকটা ম্যাচে সে মার খেতেই পারে। ছন্দে না থাকলে সে হয়তো ব্যয়বহুল হয়ে যাবে। প্রতিদিন তো সে ভালো বল করবে না। তার উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে। আমি জানি যখন দরকার হবে তখন ঠিক জায়গায় সে ঠিক বলটাই করবে। এই আত্মবিশ্বাসটা আমার সব সময়ই আছে।’
সামনে দুই ম্যাচ জিতলে তাদের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। এরপর শিরোপার লড়াই। নিজের ছায়া হয়ে থাকা মোস্তাফিজ শেষটায় খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেন কিনা সেটাই দেখার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- নকল অ্যাপ, ভুয়া ব্রোকারেজ: শেয়ারবাজারের বড় প্রতারণা উন্মোচন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ৩,০০০ সদস্যের প্রতারক চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- বিনিয়োগকারীদের জন্য ৬৪% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সরকারি কর্মীদের জন্য সুখবর: নতুন পে-স্কেল, কার কত বেতন বাড়বে
- শেয়ারবাজারে আলোড়ন: ৯ স্টকে বাই সিগন্যাল, নতুন সুযোগ?
- বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করলো ৮ কোম্পানি
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
- শেয়ারবাজারে নতুন মোড়: ফিরছেন বিদেশি বিনিয়োগকারীরা!
- বিনিয়োগকারীদের চিন্তা দুর করলো ৯ কোম্পানির শেয়ার
- পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- ২,৩০০ কোটি টাকার বন্ডে শেয়ারবাজারে আলোড়ন: বিএসইসি'র অনুমোদন
- উদ্যোক্তা পরিচালকের ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি: বিনিয়োগকারীদের আস্থা কি ঝুঁকিতে?