ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

হুট করে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৫:৫০:১৫
হুট করে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া দল

এই সিরিজের দ্বিতীয় টেস্ট দিল্লিতে শুরুর আগে নাগপুরে দুই দিন অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া দল। কিন্তু অস্ট্রেলিয়াকে অনুশীলন না করতে দিয়ে মাঠকর্মীরা পিচে পানি দেওয়া সেটা সম্ভব হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ প্যাট কামিন্সরা।

আর আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান হিলি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা খুব খারাপ ঘটনা। খুব লজ্জাজনকও বটে। একটা দল অনুশীলন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ইচ্ছা করে সেটা ভেস্তে দেওয়া হল। ক্রিকেটের জন্য এটা ভাল বিজ্ঞাপন নয়। আমার মনে হয় আইসিসির উচিত বিষয়টা খতিয়ে ব্যবস্থা নেওয়া।’

এ সময় হিলি আরও বলেন ভারতের ব্যবহারে হতাশ তিনি, ‘বিশ্বের সেরা দুটো দল খেলছে। ম্যাচের সময় যে ধরনের পিচ দেওয়া হচ্ছে, সেই ধরনের পিচে অনুশীলনও করতে দেওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে না। এটা খুব খারাপ। আমি হতাশ।’ আগামী শুক্রবার দিল্লিতে হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ