ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১০:৫৫:৪০
বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টেও আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। ১৬ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তানুনুরওয়া মাকোনি।

আলজারি জোসেফের বলে বিদায় নেন তিনি। দলীয় ৪৮ রানের মধ্যে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ২০ বলে ১০ রান করে ফিরে যান চামু চিবাবা। জেসন হোল্ডারের বলে ত্যাগনারায়ণ চন্দরপলকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

৪৯ রানের মধ্যে ইনোসেন্ট কাইয়ার উইকেট হারায় স্বাগতিক দল। হোল্ডারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান আসে তার ব্যাটে। বাকি সময়টাতেও আসা যাওয়ার মধ্যে ছিল রোডেশিয়ান ব্যাটাররা।

মাত্র ৩৭ রান খরচায় বাকি সাতটি উইকেটই নেন গুড়াকেশ। টেস্ট ক্যারিয়ারের এটাই তার ইনিংস সেরা বোলিং। স্বাগতিক ব্যাটারদের মধ্যে অধিনায়ক ক্রেইগ আরভিন ২২ এবং ডোনাল্ড তিরিপানো অপরাজিত ২৩ রান করেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কোনো ব্যাটার।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ রান করে ফিরে যান চন্দরপলও। রেইমন রেইফারের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৫৩ রান। এছাড়া জার্মেইন ব্ল্যাকউড করেন ২২ রান।

কাইল মায়ার্স ৮ এবং রস্টন চেজ ৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ২৪ রান খরচায় দুই উইকেট নেন ব্রেন্ডন মাভুতা। একটি উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ