ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

একাদশে জায়গা পেলে যে পজিশনে খেলবেন তৌহিদ হৃদয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১০:০১:৫৯
একাদশে জায়গা পেলে যে পজিশনে খেলবেন তৌহিদ হৃদয়

১২ ইনিংসে ৫ ফিফটিতে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ৪ ম্যাচে, দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

তাইতো বিপিএলে ভালো খেলার পুরস্কার হাতেনাতেই পেয়েছেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দলে জায়গা হয়েছে তার। বিপিএলে টপ অর্ডারে ব্যাটিং করলেও জাতীয় দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, “তৌহিদ হৃদয় গত তিন বছর ধরে কিন্তু আমাদের এইচপির স্কোয়াডের সঙ্গে আছে। মিডল-অর্ডারের ..(জন্য) কিন্তু আমরা ওকে ওভাবেই পরিচর্যা করেছি। একজন মিডল-অর্ডার ব্যাটার হিসেবে ওকে দলে নেয়া হয়েছে”।

“টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা করেই কিন্তু আমরা নিয়েছি। অধিনায়কও অন্তর্ভুক্ত ছিল, কোচের সঙ্গেও কথা হয়েছে এবং স্পিন বোলিং কোচের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। সিরিজ বাই সিরিজ আমাদের যারা পুলভুক্ত খেলোয়াড় আছে তাদের প্রায় সবাইকে দেখা হবে।”

যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি। তবে এরপর কিছুটা অফ ফর্মে ভুগেছেন হৃদয়। তবে বিগত তিন বছর ধরে বাংলাদেশে এ দলের হয়ে বেশ কিছু সিরিজ খেলেছেন তিনি। ‌ সেই অভিজ্ঞতা থেকেই জাতীয় দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

তিনি বলেছেন, “আন্তর্জাতিক তো কোনো অভিজ্ঞতা নেই। ‘এ’ দলে খেলেছে। তারপরও আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী নির্বাচক ও কোচিং প্যানেল। যেহেতু মিডল-অর্ডারে আমরা একজন খেলোয়াড় চাচ্ছি যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে পারে”।

“আমাদের তো খেলোয়াড় তৈরি করতে হবে। সেই হিসেবে আমরা আত্মবিশ্বাসী যেহেতু এইচপিতে যথেষ্ট ভালো খেলেছে, ‘এ’ দলেও ভালো খেলেছে। আশা করছি যে এখানেও নিজেকে মানিয়ে নিতে পারবে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ