ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অক্ষরের ফিফটিতে ঘুরে দাড়িয়েছে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৬:২৩:২০
অক্ষরের ফিফটিতে ঘুরে দাড়িয়েছে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

১৭তম ওভারের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। প্রথম বলেই নাথান লিয়ন এলবিডব্লিউ করেন রাহুলকে। ৪১ বলে ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। যদিও রাহুল রিভিউ নিয়েছিল। তবে তাতেও ধরা পড়ে, তিনি স্পষ্ট আউট। ফের এক বার হতাশ করলেন কেএল রাহুল।

এরপর ব্যাটিংয়ে নামেন পূজারা। পূজারার কাছে এটি ঐতিহাসিক টেস্ট। ১০০তম টেস্ট খেলছেন পূজারা। আর সেই টেস্টে তিনি ব্যাট করতে নামলেন। এই টেস্টে তাঁঁর থেকে বড় রানের অপেক্ষায় ভারত।

কিছুক্ষন প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক কোহলি। নাথান লিয়ন রাহুলের পর এ বার ফেরালেন রোহিতকে। ৬৯ বলে ৩২ রান করে নাথানের বলে সোজা বোল্ড হন রোহিত শর্মা। ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ৫৩।

সেই লিয়নের বলেই সাজঘরে ফিরলেন চেতেশ্বর পূজারাও। ১০০তম টেস্টে শূন্য হাতেই তিনি সাজঘরে ফিরলেন। ৭ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। লিয়নের বলে এলবিডব্লিউ হন পূজারা। এ দিকে দ্বিতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ২০ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৫৫ রান।

দ্বিতীয় দিনের সকাল থেকে ভারতের বেহাল দশা। চার উইকেট হারিয়ে বসে থাকল তারা। আর এই চার উইকেটই নিয়েছেন নাথান লিয়ন। ভারতের চাপ এখন মারাত্মক বেড়ে গিয়েছে। সাজঘরে ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর কোহলির সঙ্গে হাত মিলিয়ে জাদেজা ভারতের হাল ধরার চেষ্টা করেছিলেন। পঞ্চম উইকেটে তারা ৫৯ রান যোগ করেন।

কিন্তু এই পার্টনারশিপও দীর্ঘস্থায়ী হল না। ৪৬.৫ ওভারে মার্ফির বলে এলবিডব্লিউ হন জাদেজা। ৭৪ বলে ২৬ করে সাজঘরে ফেরেন জাদেজা। ৪৭ ওভার শেষে ৫ উইকেটে ১২৫ রান ভারতের। ৭৫ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন কোহলি। জাদেজার পরিবর্তে ক্রিজে এসেছেন কেএস ভরত। ১ বল খেললেও তিনি রানের খাতা খোলেননি।

কোহলি কি সত্যিই আউট ছিলেন? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কুনম্যানের বলে এলবিডব্লিউয়ের আবেদন করলে ফিল্ড আম্পায়ার নীতিন মেনন আউট দিয়ে দেন। কোহলি রিভিউ নিলেও টিভি আম্পায়ার ইলিংওয়ার্থও কিছুটা দ্বিধায় ছিলেন। আগে প্যাড না আগে ব্যাট? এই নিয়ে চর্চা থাকলেও, দ্বিধা কাটেনি। তাতেও কোহলিকে আউট দেওয়া হয়।

বিশেষজ্ঞরা দাবি করেন, দ্বিধা থাকলে, কোহলির পক্ষেই সিদ্ধান্ত যাওয়া উচিত ছিল। তবে সেটা হয়নি। কোহলি নিজেও এই আউট মানতে পারেননি। ড্রেসিংরুমে ফিরে গিয়েও তাঁকে উত্তেজিত লাগে। এবং তিনি মানতেই রাজি নন, এটা আউট ছিল। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন কোহলি। শেষ পর্যন্ত ৮৪ বলে ৪৪ করে সাজঘরে ফেরেন কোহলি।

পঞ্চম উইকেট তুলে নিলেন নাথান লিয়ন। সপ্তম উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে গেল ভারত। ৫০.৫ ওভারে নাথানের বলে স্মিথের হাতে ক্যাচ দেন ভরত। ১২ বলে ৬ করে সাজঘরে ফেরেন তিনি।

লাঞ্চ এবং চা বিরতির মাঝে আরও ৩ উইকেট হারিয়ে বসে থাকে ভারত। চা বিরতিতে ভারতের স্কোর ১৭৯/৭। অশ্বিন এবং অক্ষর লড়াই চালাচ্ছেন।

১৩৯ বলে ৭ উইকেট হারিয়ে দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। সেখান থেকে অশ্বিন এবং অক্ষর মিলে দলের হাল ধরেন। তাঁদের হাত ধরেই ৮০ ওভার শেষে তারা ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৫২ রান। ১০৮ বলে ৬৭ করে ফেলেছেন অক্ষর। অশ্বিন অপরাজিত রয়েছেন ৭০ বলে ৩৭ করে। ভারত এখন আর মাত্র ১১ রানে পিছিয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ