ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ভারতকে হারালাম, ইংল্যান্ডকেও হারানো সম্ভব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩৪:১৮
ভারতকে হারালাম, ইংল্যান্ডকেও হারানো সম্ভব

ঘরের মাঠে সবশেষ ১৪ দ্বিপাক্ষিক সিরিজের মাঝে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। দশ বছরের হিসেব করলে বাংলাদেশের দাপটটা আরও পরিলক্ষিত হবে। ২০১২ সালের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ৫৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০ জয় পেয়েছে বাংলাদেশ।

ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে দ্বিপাক্ষিক সিরিজে হারালেও এই সময় ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠতে পারেনি সাকিব-তামিমরা। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেলেও সেটা করে দেখাতে পারেনি সাকিবরা। প্রায় সাত বছর পর আবারও বাংলাদেশ সফরে এসেছে জস বাটলাররা। এবার তাদের হারানোর সুযোগ দেখছেন বাশার।

বিসিবি নির্বাচক বলেন, 'আমরা ফিফটি ওভারস ফরম্যাটে সবার বিপক্ষেই ধারবাহিকভাবে পারফর্ম করছি। যত ভালো দলই আসুক, আশা অবশ্যই আছে। ভারত কিন্তু অনেক ভালো দল, তাদের তৃতীয় সারির দলও যেকাউকে চ্যালেঞ্জ করতে পারে, তো এখানে আমরা ভারতকেও হারালাম।'

'ইংল্যান্ডকে হারানো যাবে না, এমনটা কিন্তু না। আরেকটা জিনিস, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলতেতো কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। আমরা যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে।'-তিনি আরও যোগ করেন।

যেকোনো কন্ডিশনেই ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। কিন্তু বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ধারবাহিক। শুধু যে ঘরের মাঠে টাইগাররা ভালো খেলছে, তা কিন্তু না। সর্বশেষ সাউথ আফ্রিকা সফরেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বাশার বলেন, 'ইংল্যান্ডকে হারানো সহজ হবে না। কিন্তু আমরা বড় বড় দলকে হারাচ্ছি। শুধু বাংলাদেশের মাটিতেই কিন্তু না, আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতেছি। সেখানকার কন্ডিশন কিন্তু খুবই কঠিন।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ