ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ধোনিকে নিয়ে বিশাল কথা কোহলির ভারতীয় ক্রিকেটে শুরু সুনামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৪:৫৫:২৬
ধোনিকে নিয়ে বিশাল কথা কোহলির ভারতীয় ক্রিকেটে শুরু সুনামি

সেদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরির দেখা পান এই বিশ্ব সেরা ব্যাটার। এর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে করেছিলেন প্রথম শতরান। দীর্ঘদিন বড় রান না পাওয়া, ক্রমাগত খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন কোহলি।

এমনকী কপিল দেবের মতো কিংবদন্তিরাও কোহলির দলে থাকা নিয়ে সওয়াল করেছিলেন। কিন্তু কোহলি স্বমহিমায় ফিরে প্রমাণ করে দিয়েছেন যে, কিংবদন্তিদের ছেঁটে ফেলা যায় না। কোহলি ওই কঠিন সময়ের মধ্যে মাত্র একজন ক্রিকেটারকেই পাশে পেয়েছিলেন। যিনি নিজে এসে কোহলিকে কামব্যাকের মন্ত্র দিয়েছিলেন কানে। তিনি আর কেউ নন, স্বয়ং কোহলির প্রাক্তন ক্য়াপ্টেন ও কিংবদন্তি এমএস ধোনি। কোহলি আরসিবির পডকাস্টে জানিয়েছেন যে, কীভাবে ধোনি তাঁর প্রিয় 'চিকু'র ভিতরের আগুন জ্বালিয়েছিলেন!

কোহলি বলেন, 'সব চেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে, ওই কঠিন সময়ে অনুষ্কাই ছিল আমার সব চেয়ে বড় শক্তির উৎস। ওই সময় সারাক্ষণ অনুষ্কা আমার সঙ্গে ছিল। ও জানে ঠিক কী সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। কী হয়েছিল আমার। অনুষ্কা, পরিবারের লোক, শৈশবের কোচ বাদ দিয়ে যদি কোনও একজন আমার পাশে ছিল, সেটা এমএস ধোনি। ধোনি নিজে আমার কাছে এসেছিল।

আমি যে কোনও দিন যদি ওকে ফোন করি, তাহলে নিশ্চিত ভাবে বলতে পারি, ৯৯ শতাংশ ক্ষেত্রে ও ফোন ধরবে না। কারণ ও ফোনের দিকে তাকায় না। সেখানে ধোনি নিজে আমার সঙ্গে যোগাযোগ করেছে। একবার নয়, দু'বার আমার সঙ্গে ঘটেছে এমনটা। ও আমাকে মেসেজে লিখেছিল,যখন তুমি শক্ত হওয়ার চেষ্টা কর এবং নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখ, তখন কেউ জিজ্ঞাসা করে না, কেমন চলছে তোমার! ধোনির এই বার্তাই আমার ভাবনা বদলে দিয়েছিল।

ধোনি এমন একজন মানুষ যে, সব সময় ভীষণ আত্মবিশ্বাসী, মানসিক ভাবে প্রচণ্ড শক্তিশালী। যে কোনও পরিস্থিতিতে টিকে থাকতে পারে, শুধু তাই নয়, রাস্তা বার করে সেটা আমাদের দেখায়। কখনও কখনও, এটা উপলব্ধি করতে হয় যে, কোনও মানুষকে জীবনের যে কোনও নির্দিষ্ট সময়ে কয়েক ধাপ পিছিয়ে যেতে হবে। বুঝতে হবে যে কী চলছে, কীভাবে নিজের ভালো থাকাটা নির্ভর করে।' কোহলি কোথাও আবার বুঝিয়ে দিলেন যে, তাঁর জীবনের শ্রেষ্ঠ অধিনায়কের নাম ধোনিই। যিনি মাঠের নন, জীবনেরই ক্যাপ্টেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ