ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১০:১৫:৩২
রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক

১৮ ম্যাচে ১৩টি জয় ও ৪টি ড্র নিয়ে আল নাসর শীর্ষে রয়েছে।

দামাকের বিপক্ষে শুরু থেকে আক্রমণে আল নাসর। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচ ঘড়ির ১৮ মিনিটে প্রথম গোল আসে।

পেনাল্টি থেকে এগিয়ে যায় আন নাসর। হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে শট নিতে আসেন রোনালদো। গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান ৩৮ বছর বয়সী তারকা।

৫ মিনিটের ব্যবধানে স্কোরলাইন দ্বিগুণ হয়। আবারো গোল পেলেন রোনালদো।

২৩ মিনিটে সতীর্থের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে পাওয়া পাসে রোনালদো বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের আবারো আনন্দে ভাসান।

বিরতির আগে তৃতীয় গোল করে পুরোপুরি চালকের আসনে আল নাসর এফসি।

৪৪ মিনিটে তৃতীয় গোল আসে। সতীর্থের কাটব্যাক থেকে রোনালদো নিখুঁতভাবে প্লেসিং করে দেন।

বিরতির পরও এই স্কোরলাইন ঠিক রেখে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে আল নাসর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ