সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তামিম

আজ মিরপুরে ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে এল বিষয়টা। হলো সাকিবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে একের পর এক প্রশ্ন।
তামিম এর কোনোটারই উত্তরেই বলেননি, মাঠের বাইরে সাকিব আল হাসানের সঙ্গে তাঁর কথা বলার সম্পর্ক না থাকার খবরটি ভুল। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেননি তিনি। তবে বলেছেন, মাঠের খেলায় সাকিবের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই।
তামিম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ জিনিসটা কি? আমি আর সাকিব যখন বাংলাদেশের দলের জার্সি পরে নামি, তখন আমরা দুজনই শতভাগ দিচ্ছি। অন্য কিছু এখানে কোনো বিষয় নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে দলের আবহ খুবই ভালো মনে হয়। আজ থেকে নয়, অনেক আগে থেকেই। ফলাফলেই সেটা দেখতে পাচ্ছেন। আমরা সব সময়ই ওয়ানডেতে ভালো। সর্বশেষ ৫-৬ সিরিজে ভালো করেছি। ড্রেসিংরুম ভালো না থাকলে এটা সম্ভব হতো না।’ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি দলের অন্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে না বলেও মনে করেন ওয়ানডে অধিনায়ক।
দুজনের সম্পর্কের এই তিক্ততা দূর করা সম্ভব কিনা, এমন প্রশ্নে অবশ্য তামিমকে ইতিবাচকই মনে হয়েছে, ‘সম্ভব সব কিছুই...।’বিসিবি অবশ্য বিষয়টার সমাধান করতে একাধিক উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে। জানা গেছে সেখানেও তামিম ইতিবাচক মনোভাবই দেখিয়েছিলেন, কিন্তু সাড়া মেলেনি সাকিবের কাছ থেকে। এ নিয়ে জানতে চাইলে বিষয়টা এড়িয়ে যান তামিম, ‘সে (সাকিব) দলের গুরুত্বপূর্ণ সদস্য। যা কথা হয়েছে সেটা ওই রুমের মধ্যেই থাকা উচিত।’
গতকাল একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান এমনও মন্তব্য করেছেন, জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হলো ‘গ্রুপিং’ বা অন্তঃকলহ। তবে তামিম বলেছেন তাঁর চোখে এ রকম কিছু কখনোই ধরা পড়েনি, ‘এর আগে যখনই দল ভালো খেলত না তখনই এই কথাটা এসেছে। কিন্তু আমি ১৬ বছর আগেও দলে গ্রুপিং দেখিনি। ১০ বছর আগেও দেখিনি। সর্বশেষ ৬ মাস আমি দলের সঙ্গে ছিলাম না। কিন্তু এখনো আমি দেখছি সবাই ভালো করছে। আমি এখনো দলের মধ্যে গ্রুপিং দেখি না।’
সংবাদ সম্মেলন ইংল্যান্ড সিরিজ নিয়ে হলেও তামিম জানতেন বেশির ভাগ প্রশ্ন তাঁর আর সাকিবকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নিয়েই হবে। সে জন্য নাকি প্রস্তুতও ছিলেন তিনি, “আমি প্রস্তুত ছিলাম গতকাল থেকেই। আমার জন্য সহজ ছিল ‘নো কমেন্ট’ বলা। কিন্তু আমি বার্তাটা দিতে চেয়েছিলাম। আমার জন্য, সাকিবের জন্য এবং দলের ভক্তদের জন্যও।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করা হোক, সবকিছু বেরিয়ে যাবে
- ১৯তম শিক্ষক নিবন্ধনে যুগান্তকারী পরিবর্তন, বয়সেও আসছে ছাড়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন কোথায় ও লাইভ দেখার উপায়
- আজ বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানতে হবে যেসব শর্ত