ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দুবাই ধনকুবেরদের নতুন স্পনসর হিসেবে পেতে যাচ্ছে বিসিবি, পাল্টে যাবে দেশের ক্রিকেট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১০:৫৫:২৭
দুবাই ধনকুবেরদের নতুন স্পনসর হিসেবে পেতে যাচ্ছে বিসিবি, পাল্টে যাবে দেশের ক্রিকেট

এ তালিকায় রয়েছে বেশ বড় বড় নাম। আর্সেনাল, রিয়েল মাদ্রিদ, এসি মিলান, অলিম্পিক লিয়ঁর মতো বেশ কয়েকটা বড় ক্লাব। এছাড়া বিভিন্ন ইভেন্টেও স্পনসর করে থাকে দুবাই ভিত্তিক এই বিমান সংস্থা। শুধু তাই নয় ক্রিকেট মাঠেও ‘‌ফ্লাই এমিরেটস’‌ দেখা যায়। এবার সরাসরি একটা ক্রিকেট দলকে স্পনসর করতে চলেছে এমিরেটস এয়ারলাইন্স।

ফুটবলে বিভিন্ন ক্লাবের স্পনসর হিসেবে থাকলেও ক্রিকেট মাঠে কোনও দলকে এতদিন পর্যন্ত স্পনসর করতে দেখা যায়নি এমিরেট এয়ারলাইন্সকে। তবে ২০০২ সাল থেকে এই সংস্থাকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বিচরণ করতে দেখা গেছে। ২০০২ সালে আইসিসি–র সঙ্গে গাঁটছড়া বাঁধে এমিরেটস এয়ারলাইন্স। আইসিসি–র এলিট এবং আন্তর্জাতিক প্যানেলে থাকা আম্পায়ারদের স্পনসর করে আসছে দুবাইভিত্তিক এই বিমানসংস্থা। শুধু আম্পায়ারদেরই নয়, আইসিসি–র ম্যাচ রেফারিদের স্পনসরের দায়িত্বেও রয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এবার একটা দেশের দায়িত্ব নিতে চলেছে তারা।

শোনা যাচ্ছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর হতে পারে দুবাই ভিত্তিক বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন্স। সম্প্রতি দুবাইয়ে এমিরেটসের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পনসর করার কথা জানিয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ হাসিম খুরি।

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশ ক্রিকেট দলকে স্পনসর করতে আগ্রহী কিনা। এই প্রশ্নের জবাবে আহমেদ হাসিম খুরি বলেন, ‘‌অবশ্যই তার সুযোগ রয়েছে। এপ্রিল মাস থেকে আমাদের নতুন আর্থিক বছর শুরু হবে। নতুন আর্থিক বছরে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে স্পনসরের পরিকল্পনা রয়েছে। তবে শুধু আমরা নই, অন্যান্য এয়ারলাইন্সও বাংলাদেশ ক্রিকেট দলকে স্পনসর করার ব্যাপারে পরিকল্পনা করেছে।’‌

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ