ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন সূচি ও স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৫ ১১:৪৫:০৭
আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন সূচি ও স্কোয়াড

কিন্তু এবার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ পানামার বিরুদ্ধে মাঠে নামবে মেসিরা। এর পাঁচদিন পর আলবিসেলেস্তারা খেলবে সারাসাওয়ের বিরুদ্ধে। দুই প্রীতি ম্যাচ উপলক্ষে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি।

কাতার বিশ্বকাপে হেক্সা মিশন ব্যর্থ হয়েছে ব্রাজিলের। হাতাশ ভক্ত সমর্থকরা। বিশ্বকাপের কঠিন সমালোচনার মুখে পড়ে পুরো ব্রাজিল দল। পদত্যাগ করেন ব্রাজিল কোচ তিতে। তবে বিশ্বকাপের পর এবারি প্রথম মাঠে নামছে ব্রাজিল। ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব পেয়েছেন র‌্যামন মেনেজেস।

চলতি মাসের ২৫ তারিখে মরক্কোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামছে সেলেসাওরা। ওই ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় দল। তবে কাতার বিশ্বকাপে খেলা অনেক তারকা খেলোয়াড়রাই নেই এই প্রীতি ম্যাচে। কোচ তিতের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন রামন মেনেজেস। চোটের কারণে বাদ পড়েছেন দলের প্রধান তারকা নেইমার দ্য সিলভা। নাম করা কয়েজন খেলোয়াড় না থাকায় অন্তর্বর্তীকালীন কোচের সমালোচনা করছেন সেলেসাও ভক্তরা।

২৩ সদস্যের ব্রাজিল দল :

গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: ইবানেজ (রোমা), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহ্যাম)

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)

ফরোয়ার্ড: অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)

আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলে যারা রয়েছেন:

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ