ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নেইমারের অবস্থা করুন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৫ ১৪:৫৫:৫৪
নেইমারের অবস্থা করুন

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নান্তেসের বিপক্ষে বড় জয় পেয়েছে পিএসজি। সেই ম্যাচে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পে। এমনকি গ্যালারিতে বসে এমবাপ্পেকে পিএসজির জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙতে দেখছেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ত্রয়ী মেসি, নেইমার ও এমবাপ্পের গোলে ৪-৩ গোলে জয় পেয়েছিল পিএসজি। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই গুরুতর চোট পেয়ে অশ্রুভেজা চোখে মাঠ ছাড়েন নেইমার। পরে জানা যায়, নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও। এতে ঠিক কত সময়ের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো জানায়নি পিএসজির চিকিৎসক দল।

আসছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকাকে পাচ্ছে না পিএসজি। চলতি মৌসুমে ইনজুরিতে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন নেইমার। প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে গোল করেছেন ১৮টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি।

তাই তো আগামী বুধবার বায়ার্নের মাঠেই তাকে না পাওয়া দলের ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ