ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাটলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৭ ১৩:৪৫:০৫
সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাটলার

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দেশসেরা অলরাউন্ডারের পারফরম্যান্সে ইংল্যান্ডকে শেষ ওয়ানডেতে হারালো স্বাগতিকেরা। তাই প্রতিপক্ষের অধিনায়ক জস বাটলার ম্যাচ শেষে সাকিবের প্রশংসা না করে পারলেন না। তার মতে, সাকিবের বিপক্ষে খেলা বড় চ্যালেঞ্জের।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে দল যখন বিপদে তখন ব্যাটার সাকিব খেললেন ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। আর বল হাতে ১০ ওভারে ৩৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তাতে ইংলিশদের ৫০ রানে পরাজিত করে টাইগাররা। ম্যাচসেরাও হয়েছেন সাকিব।

এমন দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে অবশ্য দুটি রেকর্ডও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। পাশাপাশি ওয়ানডে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৩০০ উইকেট ও ৬ হাজার রান করার কৃতি।

তাই ম্যাচ শেষে সাকিবকে নিয়ে আলাদা করে বললেন বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, “ ওই সংখ্যাগুলো (সাকিবের রেকর্ড ছোঁয়া পরিসংখ্যান) তার নৈপুণ্যের পক্ষে কথা বলে, তাই না? তার বিপক্ষে খেলা, বড় চ্যালেঞ্জের। ২০১৯ বিশ্বকাপে তার পারফরম্যান্স অসামান্য ছিল। সে একজন দুর্দান্ত খেলোয়াড়।"

তৃতীয় ওয়ানডে নিয়ে বাটলার বলেন, "সবাই ভালো খেলার জন্য মরিয়া ছিল, আপনি প্রতিষ্ঠিত খেলোয়াড় হন বা দলে মাত্র এসেছেন কিন্তু আপনার মধ্যে সম্ভাবনা আছে। আমরা জানি, এই ছেলেদের মধ্যে গুণ আছে। এবং তাদের এই পরিস্থিতিতে সেটা বের করে আনা ছিল দুর্দান্ত ব্যাপার, তবে (সেটা হয়নি)। আমার মতে, আজকের খেলায় আমাদের এমন একজন ক্রিকেটারের প্রয়োজন ছিল যে রান তাড়ায় নিজেকে মানিয়ে নিতে পারত।"

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ