ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

রাইলি রুশো দ্রুততম সেঞ্চুরিতে টি-২০ ক্রিকেটে ৪৮৬ রানের অবিশ্বাস্য দেখলো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১১ ০৯:৫১:১৩
রাইলি রুশো দ্রুততম সেঞ্চুরিতে টি-২০ ক্রিকেটে ৪৮৬ রানের অবিশ্বাস্য দেখলো ক্রিকেট বিশ্ব

পিএসএলে দ্রুততম ফিফটির (১৭) সাথে দ্রুততম সেঞ্চুরিরও রেকর্ড গড়েন এদিন রাইলি রুশো। মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন এই বাহাতি ব্যাটার। আর তার ঝড়ো সেঞ্চুরিতে পেশোয়ার জালমিকে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে হারালো মুলতান সুলতান্স। আর ২৪২ রান তাড়া করে এই জয় পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয় বাবর আজমের পেশোয়ার জালমি ও মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্স। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে পেশোয়ার।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর এবার ৩৯ বলে করেন ৭৩ রান, দুইশ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে। এছাড়া সাইম আইয়ুব ৩৩ বলে ৫৮ রান করেন। মোহাম্মদ হারিস ১১ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টম কোহলার ক্যাডমোর ৩৮ রান করেন মাত্র ১৮ বলের মোকাবেলায়।

জবাবে তৃতীয় উইকেটে রুশো ও পোলার্ডের গড়া ৯৯ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় মুলতান। ২৫ বলে ৫২ রান করে পোলার্ড বিদায় নিলেও ১৭ বলে অর্ধশতকের পর এই প্রোটিয়া ব্যাটার শতক হাঁকান ৪১ বলে, গড়েন পিএসএলের দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড। মাত্র ৫১ বলে ১২টি চার ও ৮টি ছক্কায় ১২১ রান করে বিদায় নিলেও রুশো জয়ের পথ দেখিয়ে যান দলকে।

তার বিদায়ের পর আনোয়ার আলীর ৮ বলে ২৪ ও উসামা মীরের ৩ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংসে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুলতান, নিশ্চিত করে প্লে-অফ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ