যারা তোমার ব্যর্থতা চায়, দমবন্ধ করে দাও : লিটনের স্ত্রী

একে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় তার উপরে হোয়াইটওয়াশ করে জয়। যার আনন্দই আলাদা। আর টাইগারদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের ব্যাটার তথা ডানহাতি ওপেনার লিটন দাস। অনবদ্য এক অর্ধশতরান হাঁকিয়ে ফিরেছেন ফর্মে। স্বামী যখন ২২ গজ কাঁপাচ্ছেন তখন সোশ্যাল মিডিয়াতে '২২ গজ' কাঁপিয়েছেন তাঁর স্ত্রী সঞ্চিতা। সমালোচকদের একেবারে চাঁচাছোলা ভাষাতে দিয়েছেন জবাব।
এদিন ম্যাচে লিটন দাস তাঁর অর্ধশতরান পূরণ করার সঙ্গে সঙ্গেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তাঁর স্ত্রী সঞ্চিতা। তিনি লেখেন 'কেউ একজন তো আছে যে নিজের নিঃশ্বাস বন্ধ করে বসে রয়েছে (অধীর আগ্রহে)। যার একমাত্র উদ্দেশ্য যাতে করে তুমি (লিটন) ব্যর্থ হও। তুমি নিশ্চিত কর (পারফরম্যান্সের মধ্যে দিয়ে) যাতে করে তাদের শ্বাসবন্ধ হয়ে আসে। অভিনন্দন জেবি। তোমার সবথেকে বড় ভক্ত।' পাশাপাশি একটি ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন সঞ্চিতা।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে লিটন যথাক্রমে ৭, ০, ০ রান করেছিলেন। এমনকী, ভারতের বিরুদ্ধেও একদিনের ক্রিকেট সিরিজে একেবারে রান করতে পারেননি। সেকারণেই সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে টাইগারদের হয়ে তাঁর জায়গা পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে এই ৭৩ রানের ইনিংস কিছুটা হলেও সেই সমালোচনার জবাব দিল। লিটনের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি হবেন আইপিএলে তাঁর ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কর্তা ব্যক্তিরা।
এদিন মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চার এবং একটি বিরাট ছয়ে। ১২৮.০৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ৭৩ রান করার পরে ক্রিস জর্ডনের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাশাপাশি এদিন ৩৬ বলে ৪৭ রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।
ফলে বাংলাদেশ তাদের নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনার ডেভিড মালান ৫৩ এবং অধিনায়ক জস বাটলার ৪০ ছাড়া আর কোনও ব্যাটার বলার মতন রান পাননি। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ১৬ রানের জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করা হোক, সবকিছু বেরিয়ে যাবে
- ১৯তম শিক্ষক নিবন্ধনে যুগান্তকারী পরিবর্তন, বয়সেও আসছে ছাড়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন কোথায় ও লাইভ দেখার উপায়
- আজ বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানতে হবে যেসব শর্ত