ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ছয় মারলেই মিটবে ঋণ, দেনা মেটাতে এখনও ক্রিকেট মাঠে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ২৪ ২১:৪৩:০৩
ছয় মারলেই মিটবে ঋণ, দেনা মেটাতে এখনও ক্রিকেট মাঠে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব

তাইতো তাঁর জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। ২০০৬ সাল থেকে এখনও তিনি একই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। তবে এতদিন ক্রিকেট খেলে যাওয়ার জন্য দরকার অনুপ্রেরণা। সাকিবের অনুপ্রেরণা কী?

ক্যারিয়ারে একটা সময় আসে যখন শরীর ও ফর্ম নিজের সঙ্গে থাকে না। সেই থেকেই দল থেকে বাদ পড়ার মত ঘটনা ঘটে। সাকিবের ক্ষেত্রে সেটা উল্টো। দল যখনই বিপদে পড়ে তাঁর ডাক আসে। তিনি ফিলে এসে প্রমাণ করেন নিজেকে। ব্যাট হোক বা বল অথবা অধিনায়কত্ব। সব দায়িত্ব নিয়ে তিনি দক্ষতার সঙ্গে পালন করেছেন। সঙ্গে বজায় রেখেছেন তাঁর ফর্ম।

তবে এত বছর ধরে শীর্ষস্তরে খেলে যাওয়ার অনুপ্রেরণা কী সাকিবের? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের অনুপ্রেরণার কথা জানান তিনি। প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছিলেন, এক ফুল বিক্রেতা তাঁর অনুপ্রেরণা।

কী সেই কাহিনী?

একবার সাকিব ঢাকার জ্যামে ফেঁসে রয়েছেন। সেই সময় এক শিশু সাকিবের কাছে গিয়ে ফুল কিনতে বলে। সাকিব সবকটা ফুল কিনে নেয়। কিন্তু সেই শিশুটি দাম নিতে অস্বীকার করে। কারণ হিসেবে শিশুটি জানায়, সে সাকিব আল হাসানের ভক্ত। তাই সে সাকিবের থেকে টাকা নেবে না। বদলে সে সাকিবের থেকে প্রতি ম্যাচে একটা করে ছয়ের দাবি করে। এরপর থেকে সাকিব প্রতিটা ম্যাচ খেলতে নামার আগে সেই ফুল বিক্রেতা শিশুর ঋণ শোধ করার কথা ভাবেন। কিছু ম্যাচে তিনি পারেন আর কিছু ম্যাচে পারেন না। তবে সেই ঋণ শোধ করার তাগিদই তাঁর অনুপ্রেরণা এখন।

বর্তমানে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে সাকিব আল হাসানের। আন্তর্জাতিক সিরিজ খেলছেন একেরপর এক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে তিনি যোগ দেবেন IPL-এ। এরপর তিনি IPL-এর মাঝপথ থেকে আবার যোগ দেবেন জাতীয় দলে। ফিরতি সিরিজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। তারপর এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে।

নিজের জন্মদিনে সাকিব তাঁর নামাঙ্কিত একটি ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন সেখানে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ