ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সাকিব-লিটনদের এনওসি নিয়ে এবার মুখ খুললেন হাথুরুসিংহে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ২৬ ১১:৪৮:৩৭
সাকিব-লিটনদের এনওসি নিয়ে এবার মুখ খুললেন হাথুরুসিংহে

এই নিয়ে দেশের ক্রিকেটে চারে দিকে চলছে আলোচনা সমালোচনা। বিসিসিআই বা আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা অসন্তোষ জানানোর পরও আইপিএলের এনওসি দেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের সিদ্ধান্তেই অটুট থাকছে। এবার জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, ক্রিকেটারদের অনুরোধ কিংবা আইপিএলের চাওয়া সত্ত্বেও বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না।

আগামী ৩১ মার্চ শুরু হবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এদিকে ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ঢাকা টেস্টে। মে মাসের প্রথমার্ধেও বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে।

এই দুই সময়ে তাই আইপিএলে খেলতে পারবেন না দল পাওয়া তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। যদিও তিনজনই পুরো আইপিএলের জন্য এনওসি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন। তবে জাতীয় দলের খেলা চলাকালে অনাপত্তিপত্র বা ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি।

সাকিব ও লিটন টেস্টের চুক্তিতে থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার কোনো সুযোগ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এনওসি ইস্যুতে সাকিব ও লিটনের নাম বলতেই হাথুরুসিংহের ভাষ্য, 'আমার মনে হয় মুস্তাফিজও আছে।'

এনওসি পাওয়া বা না পাওয়া নিয়ে দলের ভেতরেও আলোচনা চলছে, তা তাই অস্পষ্ট থাকেনি। এরপর হাথুরুসিংহে জানান, 'বোর্ডের সিদ্ধান্ত হল- আগে তোমার দেশের জন্য খেলো। বোর্ড তাদেরকে এই কথা এনওসি চাওয়ার আগে এমনকি আইপিএল নিলামে নাম দেওয়ার আগেই বলেছে। এখনও তা-ই থাকছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

সিলকো ফার্মার নগদ লভ্যাংশ ঘোষণা

সিলকো ফার্মার নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মুনাফার অংশ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ ৩০ জুন, ২০২৫... বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়: জাতিসংঘের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়: জাতিসংঘের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের... বিস্তারিত