ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সমর্থকদের তোপের মুখে মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৩ ১২:৪১:২৫
সমর্থকদের তোপের মুখে মেসি

রোববার রাতে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওঁয়ের মুখোমুখি হয় পিএসজি। এ ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে ফরাসি জায়ান্টদের।

তবে এদিন মাঠে নামার আগেই মেসিকে নিয়ে ধুয়োধ্বনি দেন পিএসজির সমর্থকদের একাংশ। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এলএম টেন।

ম্যাচশেষে মেসিকে নিয়ে সমর্থকদের আচরণ সম্পর্কে পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের বলেন, ‘সে (মেসি) এমন খেলোয়াড়, যে উজাড় করে দিয়েছে নিজেকে। আজকেও সে চেষ্টা করেছে। চলতি মৌসুমের শুরুর ধাপে ক্লাবের হয়ে অনেক অবদান রয়েছে তার। কিন্তু আমরা তার কাছ থেকে সবকিছু প্রত্যাশা করতে পারি না।’

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর থেকেই মেসির বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছেন ফরাসি ক্লাবটির সমর্থকেরা। তাদের অভিযোগ, ‘মেসিকে যতটা পারিশ্রমিক দেওয়া হয় ততটা দায়বদ্ধতা তিনি দেখান না। বায়ার্নের বিরুদ্ধে দুই পর্বেই গোল করতে পারেননি তিনি। সেই উদাহরণও টেনে আনেন সমর্থকরা।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ