ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এই যেন ব্যাট নয় ধারালো তোলোয়ার: ১৩টি চার ও ৫টি ছক্কায় ‘১২৭’ বলে ‘১৫৩’ রানের বিধ্বংসী ইনিংস বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৪ ১৪:০৮:১২
এই যেন ব্যাট নয় ধারালো তোলোয়ার: ১৩টি চার ও ৫টি ছক্কায় ‘১২৭’ বলে ‘১৫৩’ রানের বিধ্বংসী ইনিংস বিজয়

ব্যাটিং পেয়েই দারুণ শুরু করেন দুই ওপেনার নাঈম শেখ ও বিজয়। অবশ্য প্রথম পাওয়ার-প্লেতে ধীর গতির ব্যাটিংই করেন। তবে দ্বিতীয়টিতে ৩০ ওভারে আসে ২০২ রান! বিজয়ের আগেই ফিফটি হাঁকান নাঈম। তারপরই ৬২ বলে ফিফটি পূর্ণ করেন বিজয়।

অবশ্য এ দুজনের জুটি থামে ১৮৩ রানে। আফগানিস্তানের করিম জান্নাতের বলে সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থেকে, ১০২ বলে ৯৪ রানের ইনিংস খেলে আউট হন নাঈম। বিজয় অবশ্য সেটি মিস করেননি।

এ মৌসুমের তৃতীয় সেঞ্চুরিটি তুলে নেন ৯৯ বলে। সেঞ্চুরি পাওয়ার পরই আগ্রাসী ব্যাটিং করা শুরু করেন বিজয়। পরের ফিফটি তোলেন মাত্র ২৬ বলে! তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছিল এবার বুঝি ডাবল সেঞ্চুরিটা হয়েই যাবে। কিন্তু তাঁকে থামতে হয় ব্যক্তিগত ১৫৩ রানে।

রুবেলের বলে বিশালের হাতে ক্যাচ তুলে দেন বিজয়। ২৯২ রানে বিজয় আউট হওয়ার পর আগ্রাসী ব্যাটিং করেন আফিফও। চারে নেমে ৪৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান তোলে আবাহনী।

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন করিম জান্নাত ও দুটি নেন পেসার রুবেল হোসেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ