শেষ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
তরুণ এই ব্যাটার ১১১ রানে থামলেও রূপগঞ্জকে স্বপ্ন দেখাচ্ছিলেন চিরাগ জানি। তবে মাত্র ৬ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি ভারতীয় এই অলরাউন্ডার। তাতেই জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় তাদের। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২৫ রানে হেরেছে মাশরাফি বিন মুর্তজার রূপগঞ্জ। ডিপিএলের এবারের আসরে যা তাদের প্রথম হার।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে দারুণ শুরু এনে দেন ইমন ও ফারদিন হাসান অনি। চতুর্থ ওভারে বোলিংয়ে আসা শামীম পাটোয়ারির ওপর খানিকটা চড়াও হয়েছিলেন ইমন। ডিপ কভার ও লং অন দিয়ে মেরেছেন দুটি ছক্কা। চার ওভার শেষে তাই তাদের সংগ্রহ বিনা উইকেটে ৪৩ রান।
ফারদিন ও ইমনের উদ্বোধনী জুটি ভেঙেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৯ রান করা ফারদিন। মুগ্ধর পরের ওভারে তার ওপর চড়াও হয়েছিলেন ইমন। দুই ছক্কা ও এক চারে সেই ওভার থেকে এসেছে ১৬ রান। এদিকে তিনে নেমে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান।
নাসুম আহমেদের বলে উইকেটের পেছনে থাকা ইমরানুজ্জামানের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ৫ রান করা এই ব্যাটার। সাব্বির ফেরার পর মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। চারে নামা ইরফান শুক্কুর আউট হয়েছে থিতু হওয়ার আগেই। নাসুমের বলে বোল্ড হয়ে ৫ রানে ফেরেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার।
আশিক উল আলম নাঈম আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন ইমন ও চিরাগ। দারুণ ব্যাটিংয়ে ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন ইমন। বাঁহাতি এই ব্যাটারের সেঞ্চুরির পর ৬১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন চিরাগ। তবে সেঞ্চুরির পর ইমনকে বেশিক্ষণ টিকতে দেননি নাসুম।
বাঁহাতি এই স্পিনারের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১১১ রান করা ইমন। তরুণ এ ব্যাটারের বিদায়ের পর লিজেন্ডস অব রূপগঞ্জকে টানতে থাকেন চিরাগ। তবে সোহাগ গাজী ও মাশরাফিদের কেউ সঙ্গ দিতে না পারায় ২৬২ রানে থামতে হয় তাদের। শেষ ব্যাটার হিসেবে ৯৪ রানে আউট হন চিরাগ। রূপগঞ্জ টাইগার্সের হয়ে মুগ্ধ পাঁচটি আর নাসুম নিয়েছেন তিন উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। তাদের সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেছেন ইমতিয়াজ হোসেন। এ ছাড়া অধিনায়ক নাঈম ইসলাম ৬৬ এবং অঙ্কিত ভাওয়ে ৬৫ রান করেছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আব্দুল হালিম ও মাশরাফি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- আসছে বড় ভূমিকম্প: মহাবিপদের আগাম সতর্কতা দিল আবহাওয়া অফিস
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কো –কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ইস্টার্ন লুব্রিকেন্টস-এর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা
- ব্রাজিল ও বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে ও প্রতিপক্ষ কারা
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বোলিংয়ে ভারত, দেখেনিন স্কোর
- ভূমিকম্পের সর্বোচ্চ বিপজ্জনক 'জোন-১'-এ সিলেট-ময়মনসিংহসহ ১৯ অঞ্চল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি Live দেখুন
- earthquake now-ভূমিকম্প: চরম ঝুঁকিতে রাজধানী ঢাকা, বিশেষজ্ঞদের জরুরি বার্তা
- ভূমিকম্পে পুরান ঢাকায় মর্মান্তিক প্রাণহানি: নিহত ৩, তিন জেলায় আহত অর্ধশতাধিক