সাকিবের বদলি হিসেবে ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে দলে ভেড়ালো কলকাতা নাইট রাইডার্স
বুধবার কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বসেরা তারকা অলরাউন্ডার সাকিব যেহেতু এবারের আইপিএলে খেলতে পারবেন না, তাই তাঁর পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের তারকা ব্যাটার রয়কে নেওয়া হচ্ছে। তাঁকে ২.৮ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের অধিনায়ক সাকিবকে ২০২২ সালের মিনি নিলামে এক কোটি টাকায় নিয়েছিল। তবে রয় কবে ভারতে আসবেন, সে বিষয়ে আপাতত কেকেআরের তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামিকালের ম্যাচে খেলতে পারবেন না রয়। সরাসরি আমদাবাদে পৌঁছাবেন তিনি। যে শহরে আগামী ৯ এপ্রিল কেকেআর নামবে গুজরাট টাইটানসের বিরুদ্ধে।
দেশের ম্যাচ থাকলে আইপিএলের জন্য যে খেলোয়াড়দের ছাড়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর বাংলাদেশের এখন পরপর ম্যাচ আছে। ৩১ মার্চ পর্যন্ত আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ চলেছে। এখন টেস্ট চলছে। আগামী মাসের গোড়াতেই একদিনের সিরিজ আছে। সেক্ষেত্রে শাকিবকে হাতেগোনা কয়েকটি ম্যাচে পেত কেকেআর।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের তারকার পরিবর্তে যাতে অন্য কোনও খেলোয়াড়কে নেওয়া যায়, সেজন্য শাকিবের কাছে আর্জি জানিয়েছিল কেকেআর। কারণ চুক্তি অনুযায়ী, শাকিব চাইলে ওই হাতেগোনা কয়েকটি ম্যাচের জন্য খেলতে আসতে পারতেন। কিন্তু সম্পর্ক ভালো হওয়ায় কেকেআরের প্রস্তাবে রাজি হয়ে যান শাকিব।
শ্রেয়স যে এবার আইপিএলে খেলতে পারবেন না, তা মোটামুটি স্পষ্ট ছিল। তবুও ঘুটঘুটে অন্ধকারে এক বিন্দু আলো খোঁজার মতো শ্রেয়সকে নিদেনপক্ষে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধেছিল কেকেআর। কিন্তু গত মাসে আমদাবাদ টেস্টে পিঠে চোট পাওয়ার জেরে শ্রেয়স যে অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন, সেটা নিশ্চিত হওয়ার পরই কেকেআরের যাবতীয় আশাভঙ্গ হয়েছে। অস্ত্রোপচার করার পর মাঠে ফিরতে কমপক্ষে শ্রেয়সের তিন মাস লেগে যাবে। ম্যাচফিট হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে। অর্থাৎ আইপিএলে খেলার কোনও সম্ভাবনাই নেই। সেই পরিস্থিতিতে ২০২৩ সালের আইপিএলে কেকেআরের অধিনায়কত্ব করবেন নীতীশ রানা (যদি না ভয়ংকর কিছু ফল না হয় কেকেআরের)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- আসছে বড় ভূমিকম্প: মহাবিপদের আগাম সতর্কতা দিল আবহাওয়া অফিস
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কো –কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ইস্টার্ন লুব্রিকেন্টস-এর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা
- ব্রাজিল ও বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে ও প্রতিপক্ষ কারা
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বোলিংয়ে ভারত, দেখেনিন স্কোর
- ভূমিকম্পের সর্বোচ্চ বিপজ্জনক 'জোন-১'-এ সিলেট-ময়মনসিংহসহ ১৯ অঞ্চল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি Live দেখুন
- earthquake now-ভূমিকম্প: চরম ঝুঁকিতে রাজধানী ঢাকা, বিশেষজ্ঞদের জরুরি বার্তা
- ভূমিকম্পে পুরান ঢাকায় মর্মান্তিক প্রাণহানি: নিহত ৩, তিন জেলায় আহত অর্ধশতাধিক