সাকিব কেন এত কম বল করছেন কারণ জানেন না ডোনাল্ডও
তবে আইরিশরা ২১৪ রানে অলআউট হওয়ায় এ নিয়ে সাকিবের কম বোলিং করার বিষয়টি খুব একটা অনুভব হয়নি বা এ নিয়ে খুব বেশি কথাও হয়নি। কিন্তু আজ আইরিশদের দ্বিতীয় ইনিংস যখন লম্বা হচ্ছিল, তখনো ঘুরেফিরে ‘বোলার’ সাকিবকেই খুঁজেছে বাংলাদেশ দলের সমর্থকেরা।
সাকিব বোলিংয়ে এসেছেন ঠিকই। কিন্তু দিনের ৯০ ওভারের মধ্যে মাত্র ৬ ওভার হাত ঘুরিয়েছেন। বাকি সময়টা কখনো স্লিপ, কখনো কাভার কিংবা মিড অনে ফিল্ডিং করে কাটিয়েছেন। দল যখন চাপের মুখে, টেস্ট দলের অধিনায়কের যথেষ্ট বোলিং না করার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন।
তবে তাঁর কাছে কোনো উত্তর ছিল না, ‘আমার বলতেই হবে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। সে কয়েকবার বাইরে বের হয়েছে, বাথরুমের বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই। সে হয়তো বাকিদের একটা সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন।’
গতকাল বিকেলে আইরিশদের টপ অর্ডারে ছোটখাটো ধস নামে সাকিবের বোলিংয়েই। নতুন বলে তাঁর বাঁহাতি স্পিন বেশ কার্যকরী মনে হচ্ছিল। ৬ ওভারের প্রথম স্পেলে নেন দুই উইকেট। ধারণা করা হচ্ছিল, আজও নতুন বল এলে এক প্রান্ত থেকে বোলিং করবেন তিনি। কিন্তু সাকিব নতুন বলে মাত্র দুই ওভার বোলিং করেছেন।
ডোনাল্ডের কাছেও নেই এর কোনো ব্যাখ্যা, ‘আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, আমি মনে করেছিলাম এটি বড় ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটি (নতুন বল) গতকালের মতো অত স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। আপনি এই উইকেটে থিতু হয়ে গেলে রান করতে পারবেন। আমি এই প্রশ্নটা (বেশি বোলিং না করা) সাকিবকেই করার জন্য রেখে গেলাম (হাসি)।’
সাকিব নিয়মিত বোলিং করলে যে বাংলাদেশ দলের কাজটা সহজ হতো, ডোনাল্ড সেটাও মানছেন। বললেন, ‘ (সে বোলিং করলে আরও ভালো হতো কি না?) হ্যাঁ অবশ্যই! সে যেটা দারুণভাবে করে, এক প্রান্ত পুরো আটকে ফেলে। তার বল খেলা কঠিন। কারণ সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে খুব স্মার্টলি গতির তারতম্য করে। যদিও সারা দিন তেমন টার্ন করেনি, তবে আমার মনে হয়েছে, সে হয়তো এক প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- আসছে বড় ভূমিকম্প: মহাবিপদের আগাম সতর্কতা দিল আবহাওয়া অফিস
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কো –কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ইস্টার্ন লুব্রিকেন্টস-এর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা
- ব্রাজিল ও বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে ও প্রতিপক্ষ কারা
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বোলিংয়ে ভারত, দেখেনিন স্কোর
- ভূমিকম্পের সর্বোচ্চ বিপজ্জনক 'জোন-১'-এ সিলেট-ময়মনসিংহসহ ১৯ অঞ্চল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি Live দেখুন
- earthquake now-ভূমিকম্প: চরম ঝুঁকিতে রাজধানী ঢাকা, বিশেষজ্ঞদের জরুরি বার্তা
- ভূমিকম্পে পুরান ঢাকায় মর্মান্তিক প্রাণহানি: নিহত ৩, তিন জেলায় আহত অর্ধশতাধিক