ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মেসি-নেইমারকে বাদ দিয়ে এমবাপ্পেকে দল সাজাবে পিএসজি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৬ ১৯:৫৩:৪২
মেসি-নেইমারকে বাদ দিয়ে এমবাপ্পেকে দল সাজাবে পিএসজি

নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে দিয়েও সফলতার মুখ দেখছে না ফরাসি জায়ান্টরা। আর তাইতো এবার নতুন মৌসুমে নতুন ভাবনায় ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমের জন্য নতুন করে স্পোর্টিং প্রজেক্ট সাজাচ্ছে পিএসজি। যেখান থেকে বাদ পড়তে চলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র কিংবা দুজনের মধ্যে একজনকে ছেড়ে দিবে পিএসজি।

ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, মূলত কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই নতুন মৌসুমে দল পূর্ণ গঠন করতে চায় পিএসজি। এমবাপ্পেকে ঘিরেই সকল পরিকল্পনা করতে চায় পিএসজি।

ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ান উঠিয়ে এনেছে, ২০২৩-২৪ মৌসুমে পিএসজির নতুন করে দল গঠনের বিষয়টি। এর ধারাবাহিকতায় এবার সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যেখানে আলোচনা করা হয়েছে নতুন পিএসজির দল পূর্ণ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে।

বার বার চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খাওয়া পিএসজি এবারের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে। লিগ ওয়ানেও সময়টা ভালো যাচ্ছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ানে টানা দুই হারের সম্মুখীন হয়েছে দলটি। এমন পরস্থিতিতে এবার দল পূর্ণ গঠনের প্রক্রিয়া শুরু করে দিতে চায় পিএসজি।

মূলত তরুণ দল গঠন করতে চায় নাসের আল খেলাইফি। তরুণ ফুটবলারদের দলে ভিড়িয়ে ৩৫ বছর বয়সী লিওনেল মেসি ও ৩১ বছর বয়সী নেইমার জুনিয়রকে ছেড়ে দিতে চায় তারা। পিএসজির এক মুখ পাত্রের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টসের সেই প্রতিবেদনে জানানো হয়েছে, গত গ্রীষ্মে যে পূর্ণ গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছিল তা ভেস্তে গেছে। নতুন করে আবার তা শুরু করা প্রয়োজন৷

এদিকে ফিন্যান্সিয়াল ‘ফেয়ার প্লে’র জন্য বড় বিপদে আছে পিএসজি। যার কারণে দলের পারিশ্রমিক কমিয়ে আনার পক্ষে বোর্ড। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ‘পিএসজির গ্রীষ্মের পূর্ণ গঠন প্রক্রিয়া শুরুর জন্য দরকারি রসদ জোগাড় করতে কিছু বিষয়বস্তু পরিষ্কার করতে চাইছে।’

যেখানে শুরুতেই উঠে এসেছে লিওনেল মেসির নাম। লা প্যারিসিয়ান জানিয়েছে, লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়গুলো দিন দিন জটিল হচ্ছে। মেসির মোটা অঙ্কের পারিশ্রমিক এবং তার বয়স সকল কিছুর কারণে চুক্তি নবায়ন এখনো ঝুলে আছে। মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এর আগে চুক্তি নবায়ন না করলে ক্লাব ছাড়বেন লিওনেল মেসি।

অন্যদিকে মেসির চেয়ে নেইমারের বিষয়গুলো জটিল বলে মনে করছে লা প্যারিসিয়ান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে এর আগে তাকে বিক্রি করে দিতে চায় পিএসজি।

লা প্যারিসিয়ানের তথ্য মতে, নেইমার জুনিয়রকে দলে টানতে আগ্রহী ক্লাব খুঁজে পেতে বেশ হিমশিম খেতে হবে পিএসজিকে। যার কারণ হিসেবে তার বয়স (৩১), মোটা অঙ্কের পারিশ্রমিক এবং বার বার চোটে পড়াকে দেখা হচ্ছে।

কিলিয়ান এমবাপ্পেই হবে পিএসজির জন্য “আদর্শ খুঁটি”। দল পূর্ণ গঠন করলে এমবাপ্পেকে ঘিরেই পরিকল্পনা সাজানোর পক্ষে পিএসজি।

লা প্যারিসিয়ান আরো জানিয়েছে, বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়দের উপর চোখ রয়েছে পিএসজির। আইন্ট্রাখট ফ্র্যাঙ্কফুটে খেলা রন্দাল কোলো-মুয়ানি, ওসিজি নিসের থুরাম, মোনাকোর ইউসুফ ফোফানা, রিয়াল মাদ্রিদের আহেলিয়া চুয়োমেনি, বায়ার্ন মিউনিখের উপেমেকানোর উপর চোখ রয়েছে পিএসজির৷

শেষ পর্যন্ত তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজালে মেসি-নেইমারকে ছাড়তে হবে পিএসজি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ