ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কলকাতার কাছে ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক ডু'প্লেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৭ ০৯:৫৭:১২
কলকাতার কাছে ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক ডু'প্লেসি

তবে টস হেরে এ দিন প্রথমে ব্যাট করতে নেমেছিল কলকাতার টিম। আর ডেভিড উইলির জ্বলন্ত ওপেনিং স্পেলের সৌজন্যে ৮৯ রানে ৫ উইকেট পড়ে যায় কেকেআর-এর। সেখান থেকে রিঙ্কু সিং-এর সঙ্গে শার্দুল ঠাকুর জুটি ম্য়াচের রং বদলে দেয়। রিঙ্কু-শার্দুল ষষ্ঠ উইকেটে ১০৩ রান যোগ করে। এবং তারা কলকাতাকে দু'শোর গণ্ডি টপকাতে সাহায্য করেছিল। এবং ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে কেকেআর।

২০৫ রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এবং ফ্যাফ ডু'প্লেসি শুরুটা খারাপ করেনি। তবে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের স্পিনের জালে জড়িয়ে পড়ে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ। তারা ১২৩ রানে গুটিয়ে যায়।

কেকেআর-এর কাছে হারের পর প্রোটিয়া কিংবদন্তি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি স্বীকার করে নিয়েছেন যে, তাঁরা ভালো ব্যাটিং করেননি। যে কারণে কেকেআর সহজে ম্যাচটি পকেটে পুড়ে ফেলে। ডু'প্লেসি ম্যাচের শেষে বলেন, ‘আমরা বল হাতে ভালো ভাবেই এগোচ্ছিলাম। সম্ভবত ১৩ ওভারের আশেপাশে ৫ উইকেটে ১০০ ছিল কেকেআর-এর। আমরা এই উইকেটে ২০-২৫ রান অতিরিক্ত দিয়েছিলাম। শার্দুল অবিশ্বাস্য ভাবে ভালো খেলেছে, ও-ই আমাদের হাত থেকে খেলাটি বের করে নিয়েছে এবং কেকেআর-এর লেগ-স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে।’ তিনি যোগ করেন, ‘(সুনীল) নাারিন এবং বরুণকে (চক্রবর্তী) ব্যবহার করে আমাদের চাপে ফেলেছিল। এটাই তো লেগ স্পিনার বা রহস্য স্পিনারদের স্বভাব।’

নিজেদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে ডু'প্লেসি বলেন, ‘এটি খুবই ভালো একটি উইকেট ছিল। তবে আমাদের ব্যাটিং খুব সাধারণ ছিল। এমন কী আমরা যদি এই ধরনের ম্যাচ হেরেও যাই, তবে আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা অন্তত যেন লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারি। কেকেআর-এর বিরুদ্ধে অন্তত ১৬০ এর কাছাকাছি রান করা উচিত ছিল।’

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 8 উইকেটের জয় দিয়ে ২০২৩ আইপিএলের যাত্রা শুরু করলেও, বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি নাইট রাইডার্সের বিরুদ্ধে পুুরো ল্যাজেগোবরে হয়। প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্সের পরবর্তী ম্যাচ ১০ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আর নাইট রাইডার্স ৯ এপ্রিল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ