ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ২৩ ১৮:৩১:৪৩
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

ব্যক্তিগত আয়কর প্রদানকারীদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা সম্প্রসারিত করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ করবর্ষের জন্য দাখিলের চূড়ান্ত সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি রবিবার, ২৩ নভেম্বর, একটি ঘোষণাপত্রের মাধ্যমে জানিয়েছে কেন্দ্রীয় রাজস্ব সংস্থাটি।

সময় বৃদ্ধির প্রেক্ষাপট

রাজস্ব কর্তৃপক্ষ একটি বিশেষ আদেশ জারির মাধ্যমে নিশ্চিত করেছে যে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাদে সকল একক করদাতা—অর্থাৎ ব্যক্তি শ্রেণির করদাতারা—এই সময় বৃদ্ধির সুবিধা পাবেন। এর ফলে তাঁদের হাতে এখন রিটার্ন প্রস্তুত ও দাখিলের জন্য আরও অতিরিক্ত একটি মাস সময় এলো।

সময় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে ইলেকট্রনিক রিটার্ন (ই-রিটার্ন) সিস্টেমে নাম নিবন্ধনের ক্ষেত্রে করদাতাদের সম্মুখীন হওয়া কারিগরি জটিলতাকে উল্লেখ করা হয়েছে। বহু করদাতা এই অনলাইন ব্যবস্থায় প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হলো।

অনলাইনে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা

এনবিআর এ সংক্রান্ত অন্য একটি আদেশে একটি বিকল্প পথও বাতলে দিয়েছে। এতে বলা হয়েছে, যে সকল করদাতা নিবন্ধন সংক্রান্ত সমস্যার জেরে অনলাইনে রিটার্ন জমা দিতে সক্ষম হবেন না, তাঁরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণসহ তাঁদের সমস্যা সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে পেশ করতে পারবেন।

রিটার্ন দাখিলের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন

এ বছর আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতিতে একটি মৌলিক পরিবর্তন আনা হয়েছে—ইন্টারনেটভিত্তিক বা ডিজিটাল মাধ্যমে রিটার্ন জমা দেওয়াকে আবশ্যিক করা হয়েছে। তবে কিছু বিশেষ শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে এই আবশ্যকতা শিথিল করা হয়েছে।

যে সকল শ্রেণির করদাতার জন্য অনলাইনে দাখিল প্রক্রিয়া অপরিহার্য নয়, তাঁরা হলেন:

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ নাগরিক।

শারীরিক অক্ষমতা বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি।

বিদেশে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি নাগরিক।

প্রয়াত করদাতার আইনি উত্তরাধিকারী।

বাংলাদেশে কাজ করা বিদেশি নাগরিকরা।

উল্লিখিত ব্যতিক্রমী গোষ্ঠী ছাড়া বাকি সব একক করদাতার জন্য অনলাইনে দাখিল প্রক্রিয়া এখন থেকে অপরিহার্য।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ