বাংলাদেশকে মাঝাড়ি রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

৩য় দিনে তাইজুল ইসলামকে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছে যান লোরকান টাকার। অভিষেক টেস্টে দারুণ এক কীর্তি গড়ে দু’হাত ছড়িয়ে দেন তিনি। অন্যপ্রান্তে থাকা অ্যান্ডি ম্যাকব্রাইন কিংবা গ্যালারিতে আয়ারল্যান্ড কয়েকজন সমর্থকের অভিবাদন সিক্ত করেছে টাকারকে। ততক্ষণে চাপ কাটিয়ে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে আয়ারল্যান্ড। অথচ দিনের শুরুটা অন্য কিছু হবে ভেবেছিল বাংলাদেশ সমর্থকরা। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ছিল অ্যান্ড্রু বালবার্নির দল। সেটা কাটিয়ে এখন ম্যাচের গতিপথ বদলে দিয়েছে তারা।
২৭ রানের ৪ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করেন টাকার ও পিটার মুর। দিন শেষে ৮ উইকেট স্কোর বোর্ডে ২৮৬ রান যোগ করেছেন তারা। টপ অর্ডার ব্যর্থতার চাপ কাটিয়ে দলকে লড়াইয়ে ফেরায় টাকার-টেক্টর জুটি। তৃতীয় দিন শেষে ১৩১ রানের লিড ধরে রেখেছে তারা। দ্বিতীয় দিন শেষে পুরো তিন দিন খেলা হবে কি না, এমন ভাবনা ছিল অনেকের। কিন্তু সবার ভাবনা বদলে দিয়ে ম্যাচ চতুর্থ দিনে নিয়ে গেছে আইরিশরা। আজ সকালে ৭১ রানে অপরাজিত ম্যাকব্রাইন ও গ্রাহাম হিউমকে দ্রুত ফেরাতে হবে সাকিব আল হাসানের দলের। প্রথম সেশন যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা ম্যাচের পর বলে গেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
দিনের শুরুতে কী হতে যাচ্ছে, তা নিয়েই কৌতূহলী থাকার কথা বাংলাদেশ সমর্থকদের। কিন্তু প্রথম এক ঘণ্টায় স্বাগতিকদের হতাশ করেছেন সফরকারীরা। স্পিন, পেস আক্রমণ দারুণভাবে মোকাবিলা করেন তারা। পানিপানের বিরতির আগে অবশ্য মুরকে (১৬) লিটন দাসের গ্লাভসবন্দি করেন শরীফুল ইসলাম। ষষ্ঠ উইকেটে টাকারের সঙ্গে জুটি হয় হ্যারি টেক্টরের। প্রথম ইনিংসে ফিফটি করা টেক্টর এবারও ছিলেন সাবলীল। প্রথম সেশনের বাকিটা কাটিয়ে দেন তারা। ১৫৯ বলে ৫৬ রান করা এ ব্যাটারকে এলবিডব্লিউতে ফেরান তাইজুল, ভাঙে ৭২ রানের জুটি।
টেক্টরকে হারালেও দিক হারায়নি আয়ারল্যান্ড। ম্যাকব্রাইনকে নিয়ে বাংলাদেশের ইনিংস পেরিয়ে লিড নেন তিনি। ১৪৯ বলে সেঞ্চুরিতে দারুণ এক কীর্তি গড়েন টাকার। দ্বিতীয় আইরিশ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি পেয়েছেন তিনি। তাইজুল, মিরাজ, শরীফুলদের বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন তিনি। উইকেট থেকে কোনো মুভমেন্ট না পাওয়ায় নিষ্প্রাণ ছিলেন বাংলাদেশ বোলাররা। চা বিরতির পর ১০৮ রান করা টাকারকে সাজঘরে ফেরান এবাদত হোসেন।
তবে ম্যাকব্রাইনের ব্যাটে দিনের খেলা এগিয়ে নেয় তারা। এ অলরাউন্ডারের অপরাজিত ৭১ রানে দিন পার করে আইরিশরা। প্রথম ইনিংসে ২১৪ করা আইরিশদের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬। ৮০ ওভারের পর নতুন বল নিয়েও তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ। সাকিব তো দু’দিন মিলিয়ে করেছেন মাত্র ১৩ ওভার। উইকেটের এমন নিষ্প্রাণতা দেখে বিস্মিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।
আজ ৪র্থ ব্যাট করতে নেমে শুরুতেই ম্যাকব্রাইনকে হারায় আয়ারল্যান্ড। আজকে ১ রান করেই ইবাদতের কাটা পড়েন তিনি। করেন ৭২ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৯২ রান। লিড ১৩৭ রান।
টার্গেট: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩৮ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন