ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে কম বোলিং করার ব্যাখ্যা দিলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৭ ১৫:৫৫:৩১
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে কম বোলিং করার ব্যাখ্যা দিলেন সাকিব

জবাবে ২য় ইনিংস ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ২য় দিনের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ২৭ রানে ৪ উইকেট হারায়। এরপর ৩য় দিনে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। টাকারের ১০৮, ম্যাকব্রাইনের ৭২ ও টেক্টরের ফিফটিতে নিজেদের ২য় ইনিংসে ২৯২ রান স্কোর বোর্ডে জমার করে আয়ারল্যান্ড। ফলে বাংলাদেশকে ১৩৮ রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি, ইবাদত ৩টি, সাকিব ২টি ও শরিফুল ১টি উইকেট নেন।

১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ে শুরুর পর দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে ফিরলেন লিটন। ১৯ বলে ২৩ রান করেন তিনি। ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন শান্ত। দেখেশুনে খেলতে থাকা তামিম দলকে জয়ের বন্দরে পৌছে দিয়ে ৬৫ বলে ৩৫ রান করে আউট হন তিনি। মুশফিকের অপরাজিত ৫১ রান ও মুমিনুলের অপরাজিত ২০ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে বাংলাদেশের জয় নিশ্চত করে। ফলে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। তবে এই টেস্ট ম্যাচে সব চেয়ে বেশি আলোচনা হয়েছে সাকিবের বোলিং নিয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসে মিলিয়ে ১৬ ওভার বোলিং করেছেন সাকিব আল হাসান। এর মধ্যে প্রথম ইনিংসে তিন ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে এসেছিলেন সাকিব।

এটা নিয়েই সমালোচনা তৈরি হয়েছিল। প্রথম ইনিংসে আইরিশ ব্যাটারদের নাভিশ্বাস তুলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সেই সময় খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে আনলেও বাঁহাতি সাকিব নিজে বোলিং করেননি।

৬৫ ওভারের পর কয়েক ওভার হাত ঘোরালেও কোনো সাফল্য পাননি এই টাইগার স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ম্যাচ জয়ের পরও সেই প্রশ্নই উঠে এসেছিল সংবাদ সম্মেলনে। সাকিব স্বভাবসুলভ উত্তরে সাকিব জানিয়েছেন, বোলিং কম করার কোনো ব্যাখ্যা নেই তার কাছে।

বাংলাদেশ এই টেস্টে ৫ জন বিশেষজ্ঞ বোলার খেলিয়েছে। দলে অপশন থাকায় আর বোলিং করেননি বলে জানালেন সাকিব। তিনি বলেন, 'ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই তো সবসময়।'

বাংলাদেশ দলের ২০ উইকেট নেয়ার মতো যথেষ্ঠ বোলার আছে বলেও জানালেন সাকিব। এমনকি তাদের ওপর তার বিশ্বাসও আছে। প্রথম তিনদিনের উইকেটের প্রশংসাও করেছেন সাকিব। তিনি মনে করেন সাধারণত এমন উইকেটে খেলে না বাংলাদেশ।

তিনি বলেন, 'এটার মানে কী আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না। আমাদের যথেষ্ট বোলার আছে বিশ উইকেট নেওয়ার মতো, আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল।'

যেকোনো দলের ২০ উইকেট নিতে হলে বেশি বোলিং অপশন নেয়ার বিকল্প নেই মনে করেন সাকিব। তার ভাষ্য, 'আপনার যদি বিশ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প আসলে নেই। কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন। ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এরকম অবস্থাতে তারা আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড- ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন মেইন বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ