ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়ালো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৮ ১৪:৩৫:৩৪
গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়ালো কলকাতা

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসাবে তাঁকে কেনা হয়েছে। ইংল্যান্ডের তারকা ওপেনার হিসাবে কলকাতা দলে খেলতে পারেন। সে ক্ষেত্রে ওপেনিং আরও শক্তিশালী হবে। দল থেকে বাদ পড়তে পারেন মনদীপ সিংহ। জেসনকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবেও ব্যবহার করতে পারে কলকাতা। বোলিংয়ের সময় তাঁকে বসিয়ে লকি ফার্গুসন, টিম সাউদির মতো বোলারকে খেলানো যেতে পারে। তবে শুরুতেই শাকিবের বদলি পেয়ে যাওয়ায় কেকেআর শিবির খুশি।

বুধবার কলকাতা নাইট রাইডার্স জেসনকে সই করানোর খবর জানানো মাত্রই সন্ধ্যায় একটি ভিডিয়ো বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, ‘‘এই বছরের আইপিএলে কেকেআরের জার্সি গায়ে দেওয়ার জন্য আমি তৈরি। এত ভাল দল ও ম্যানেজমেন্টের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। মাঠে নামতে আর তর সইছে না।’’

পণ্ডিতমশাইয়ের ক্লাসে বাধ্য ছাত্র শাহরুখ! সাজঘরে চন্দ্রকান্তের মুখে কী শুনলেন ‘পাঠান’?জেসনকে নেওয়ার পিছনে বেশ কিছু যুক্তি রয়েছে। প্রথমত, নিলামে তাঁর ন্যূনতম দর ছিল দেড় কোটি টাকা। শাকিবকেও ঠিক ওই দামেই কিনেছিল কলকাতা। ফলে জেসনকে সই করাতে আর্থিক দিক থেকে খুব বেশি অসুবিধা হয়নি কেকেআরের। ইংরেজ ওপেনারকে সই করাতে ২ কোটি ৮০ লক্ষ টাকা দিতে হয়েছে। দ্বিতীয়ত, জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন। তাই ছন্দে থাকা ক্রিকেটারের দিকেই হাত বাড়িয়েছে কেকেআর।

জেসনকে নিয়ে জল্পনা সব থেকে বেড়েছিল সমাজমাধ্যমে তাঁর গতিবিধি থেকে। তিনি হঠাৎ ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন কেকেআরের পেজ। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে আর কাউকে ‘ফলো’ করেন না জেসন। সেই জল্পনার মধ্যেই জানা যায়, জেসনকে সই করিয়েছে কলকাতা। তৃতীয় ম্যাচ থেকেই হয়তো মাঠে নামতে দেখা যাবে তাঁকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ