ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই সুপার কিংস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৮ ১৫:৩৫:৫৮
মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই সুপার কিংস

গত আসরের হারের রেশ ধরে রেখেই চলতি আসরে অভিযান শুরু করেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। চেন্নাই সুপার কিংসের হালও আহামরি নয়। প্রথম ম্যাচে তারাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হেরে বসেছিল। তবে নিজেদের ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ে ফিরেছে ধোনি ব্রিগেড। তাই কিছুটা হলেও চেন্নাইয়ের আত্মবিশ্বাস বেশি থাকবে। দেখার, আইপিএলের ‘‌এল ক্লাসিকো’‌–তে বাজিমাত করবে কারা?‌

তারকাখচিত দল নিয়েও চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি রোহিত ব্রিগেড। আজ ওয়েংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পারলেই চাপ বাড়বে মুম্বইয়ের। তবে মুম্বইকে জিততে হলে ব্যাটারদের ফর্মে ফিরতেই হবে। চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে মুম্বই শিবিরকে ভাবাচ্ছে সূর্যকুমার যাদবের ফর্ম। অধিনায়ক রোহিতকেও বড় রান পেতে হবে।

এ দিকে ব্যাটিং শক্তির দিক থেকে মুম্বইয়ের থেকে চেন্নাই সুপার কিংসের গভীরতা অনেক বেশি। ডেভন কনওয়ে, থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, শিবম দুবে, অম্বাতি রাইডু, প্রত্যেকেই রানের মধ্যে রয়েছেন। ৮ নম্বর পর্যন্ত ব্যাটিং শক্তি চেন্নাইয়ের। অন্য দিকে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের ক্ষেত্রে পুরোপুরি রোহিত শর্মা, ইশান কিষাণ, সূর্যকুমার যাদবদের উপর নির্ভরশীল।

দুই দলের চোটের যা পরিস্থিতি তাতে, মুম্বইয়ের জোফ্রা আর্চারের কনুইয়ের চোট রয়েছে। তিনি অনিশ্চিত। তাঁর বদলে জেসন বেহরেনডর্ফ বা সন্দীপ ওয়ারিয়র খেলতে পারেন। এ দিকে গোড়ালির চোটের জন্য অনিশ্চিত বেন স্টোকস। তিনি না খেললে ডোয়েন প্রিটোরিয়াসকে তাঁর জায়গায় খেলানো হতে পারে।

দুই দলের প্রথম একাদশ-

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, হৃতিক শোকিন, জোফ্রা আর্চার/জেসন বেহরেনডর্ফ/সন্দীপ ওয়ারিয়র, আর্শাদ খান, পীযূষ চাওলা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, আর্শাদ খান, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার/সন্দীপ ওয়ারিয়র।

ইমপ্যাক্ট প্লেয়ার অপশন: পীযূষ চাওলা, সন্দীপ ওয়ারিয়র, জেসন বেহরেনডর্ফ, সূর্যকুমার যাদব।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস/ডোয়েন প্রিটোরিয়াস, শিবম দুবে, অম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সিসান্দা মাগাল/মিচেল স্যান্টনার, রাজবর্ধন হাঙ্গার্গেকর, দীপক চাহার।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস/ডোয়েন প্রিটোরিয়াস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), সিসান্দা মাগালা/মিচেল স্যান্টনার, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, দীপক চাহার, তুষার দেশপান্ডে/সিমারজিৎ সিং।

ইমপ্যাক্ট প্লেয়ার অপশন: তুষার দেশপাণ্ডে, সিমারজিৎ সিং, সিসান্দা মাগালা, অজিঙ্কা রাহানে, ডোয়েন প্রিটোরিয়াস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ