ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো সাকিবদের ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৮ ১৭:১৫:১৭
শেষ হলো সাকিবদের ম্যাচ, দেখেনিন ফলাফল

বিকেএসপিতে আসরের ৪৭তম ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ ছিল সিটি ক্লাব। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে রনি তালুকদার, ৬৪ রানে সৌম্য সরকার ও ৭৫ রানে মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলে মোহামেডান। ইমরুল কায়েস এক প্রান্ত আগলে রাখেন, চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন রিয়াদ। দুজনে গড়েন ১২১ রানের জুটি। ৫৯ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকানো রিয়াদ।

রিয়াদের বিদায়ের পর মাহিদুলকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন ইমরুল। ১২১ বলে ১১৪ রান করে তিনি বিদায় নেন, তার আগে হাঁকান ১০টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে ক্রিজে নামেন সাকিব। ৭ নম্বরে নেমে ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করে ক্ষান্ত হন তিনি। দুই অপরাজিত ব্যাটার আরিফুল হকের ৬ বলে ১৪ ও জ্যাক লিনটটের ২ বলে ৮ রানের ইনিংসে মোহামেডান জড়ো করে ৩৪৮ রান, ৭ উইকেট হারিয়ে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান জড়ো করতে সমর্থ হয় সিটি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন আব্দুল্লা আল মামুন। ৬৫ বলের মোকাবেলায় ৪টি করে চার-ছক্কা হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক আসিফ আহমেদ রাতুল ৯৬ বলে করেন ৫২ রান। মোহামেডান পায় ১০১ রানের বিশাল জয়।

মোহামেডানের পক্ষে লেগ স্পিনার জ্যাক লিনটট একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেন নাজমুল ইসলাম অপু, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

সংক্ষিপ্ত স্কোর

টস : সিটি ক্লাব

মোহামেডান : ৩৪৮/৭ (৫০ ওভার)

ইমরুল ১১৪ (১২১), রিয়াদ ৭১ (৫৯), মাহিদুল ৬৫ (৫২), সাকিব ২৬ (১৬)

রাফসান ৬৮/৩, আসিফ ৩৪/২

সিটি ক্লাব : ২৪৭/৭ (৫০ ওভার)

মামুন ৭০, রাতুল ৫২

লিনটট ৬৮/৩, সৌম্য ৮/১, সাকিব ৩৬/১

ফল : মোহামেডান ১০১ রানে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ