ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন রাহানে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৯ ১০:৩৫:২৮
এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন রাহানে

আবার ঘরোয়া লিগ গুলোতেও তিনি সেভাবে রান পাচ্ছিলেন না। ২০২৩ আইপিএলে তাঁকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলেই শনিবারের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হয় তাঁর। আর অভিষেকেই একেবারে বাজিমাত করলেন তিনি। যে ভাবে মারকুটে মেজাজে ব্যাট করলেন, তা দেখে হতবাক বিশেষজ্ঞরাও। পাশাপাশি গড়ে ফেললেন দু'টি নজিরও। চলতি আইপিএলে এক ওভারে সর্বাধিক রান করার নজির গড়লেন তিনি। পাশাপাশি চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরানও করলেন রাহানে।

মুম্বইয়ের বোলার আর্শাদ খানকে এ দিন কার্যত টার্গেট করেন রাহানে। তাঁর ওভারেই রাহানে তুলে নেন ২৩ রান। রাহানের হাতে বেদম পিটুনি খেতে হয় বোলার আর্শাদ খানকে। ওভারের প্রথম বলেই বিরাট এক ছক্কা হাঁকান তিনি। পরবর্তী চারটে বলে চারটি দৃষ্টিনন্দন বাউন্ডারি মারেন রাহানে। ওভারের শেষ বলে একটি সিঙ্গেলস নেন। ফলে গোটা ওভারে রাহানের সংগ্রহ দাঁড়ায় ২৩। যা চলতি আইপিএলে এখনও পর্যন্ত নজির। ১৬তম আইপিএলে রাহানের আগে এক ওভারে এত রান করতে পারেননি আর কোনও ব্যাটার। পাশাপাশি এ দিন চেন্নাইয়ের হয়ে অভিষেকেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।মাত্র ১৯ বলে এই অর্ধশতরান করেছেন তিনি। যা চলতি আসরের এখনও পর্যন্ত দ্রুততম অর্ধশতরান।

শনিবারের ম্যাচে সিএসকে যখন মু্ম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন্য ১৫৮ রান তাড়া করছিল সেই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে আসেন রাহানে। প্রথম বলেই দুই রান নিয়ে তিনি এ দিন তাঁর ইনিংসের সূচনা করেন। প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে দেখিয়েছে রাহানেকে। তিনি এ দিন ২৭ বল খেলে করেছেন ৬১ রান। যার মধ্যে তিনি মেরেছেন ৭টি চার এবং তিনটি ছয়। স্ট্রাইক রেট ছিল‌ ২২৫.৯২। দ্বিতীয় উইকেটে রুতুরাজ গায়রকোয়াড়কে নিয়ে রাহানে ৮২ রানের পার্টনারশিপ গড়েন। পীযূষ চাওলাকে মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

২০০৮ সাল থেকে শুরু করে এই ৩৪ বছর বয়সি মুম্বইকরের কাছে সিএসকে হল ৭ নম্বর ফ্র্যাঞ্চাইজি। এ দিন মাত্র ১৯ বলে সিএসকের হয়ে অর্ধশতরান করেন তিনি। যা চলতি আসরের দ্রুততম অর্ধশতরান। দ্বিতীয় স্থানে রয়েছেন শার্দুল ঠাকুর। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান করেছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ