ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

পঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো সানরাইজার্স হায়দরাবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৯ ১৬:৫৯:০০
পঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো সানরাইজার্স হায়দরাবাদ

পঞ্জাব অবশ্য প্রথম দুই ম্যাচ জিতলেও, তাদের জয়ের ব্যবধান খুব বেশি ছিল না। প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে কলকাতা নাইট রাইডার্সকে মাত্র ৭ রানে হারিয়েছিল। এর পর অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারালেও যা পরিস্থিতি ছিল, তাতে ফল অন্য রকমও হতে পারত।

পঞ্জাবের সবচেয়ে বড় সমস্যা হল তাদের ব্যাটিং বেশিটাই শিখর ধাওয়ানের উপর নির্ভরশীল। তবে আগের ম্যাচে তরুণ ওপেনার প্রভসিমরন সিং নজর কেড়েছিলেন। বোলিং নিয়ে চিন্তার জায়গা, মাঝের ওভারে প্রচুর রান দিয়ে ফেলছে পঞ্জাব। কয়েকটা নেতিবাচক দিক সামলে ওঠাই চ্যালেঞ্জ পঞ্জাবের সামনে।

কার্যত খোলনলচে বদলে দল গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে শুরুতেই মুখ থুবড়ে পড়তে হয়েছে হায়দরাবাদকে। প্রথম দু' ম্যাচেই হারতে হয়েছে হায়দরাবাদকে। শক্তিশালী দল গড়লেও এখনও সঠিক কম্বিনেশন তৈরি করে উঠতে পারেনি।

হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়াল, এডেন মার্করামরা রানের মধ্যে নেই। রাহুল ত্রিপাঠি শুরুটা ভালো করলেও, গতি বাড়াতে পারছেন না, বড় ইনিংসও খেলতে পারেননি তিনি। সবচেয়ে বেশি অস্বস্তি হ্যারি ব্রুককে নিয়ে। টেস্ট ক্রিকেটে একের পর এক দুরন্ত ইনিংস খেলে এসেছেন ব্রুক। মিনি অকশনে ১৩.২৫ কোটি টাকায় তাঁকে নেয় সানরাইজার্স । তৃতীয় ম্যাচে তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেনকে খেলানো হতে পারে। অথবা একাদশে তিন বিদেশি রেখে বোলিংয়ে জানসেন এবং ব্যাটিংয়ে হেনরিখ ক্লাসেনকে ব্যবহার করা হতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ (প্রথমে ব্যাটিং): অনমোলপ্রীত সিং (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, আদিল রশিদ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ (প্রথমে বোলিং): আনমোলপ্রীত সিং (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, আদিল রশিদ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

ইমপ্যাক্ট প্লেয়ার অপশন: মায়াঙ্ক আগরওয়াল, উপেন্দ্র যাদব, মার্কো জানসেন, মায়াঙ্ক ডাগর, কার্তিক ত্যাগী।

পঞ্জাব কিংসের প্রথম একাদশ (প্রথমে ব্যাটিং): প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, সাম কারান, শাহরুখ খান, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, আর্শদীপ সিং।

পঞ্জাব কিংসের প্রথম একাদশ (প্রথমে বোলিং): প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, সাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, নাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।

ইমপ্যাক্ট প্লেয়ার বিকল্প: ঋষি ধাওয়ান, ভানুকা রাজাপক্ষে, হরপ্রীত ভাটিয়া, মোহিত রাঠে, অথর্ব তাইদে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ