ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চরম ব্যাটিং বিপর্যয়ে পঞ্জাব কিংস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০৯ ২১:২০:৩২
চরম ব্যাটিং বিপর্যয়ে পঞ্জাব কিংস

প্রভসিমরন সিংকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের প্রথম বলেই প্রভসিমরনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান ভুবি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন প্রভসিমরন। ১.২ ওভারে মারকো জানসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ম্যাথিউ শর্ট। ৩ বলে ১ রান করেন তিনি। ৩.৫ ওভারে মারকো জানসেনের বলে মার্করামের হাতে ধরা পড়েন জিতেশ শর্মা। ৯ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার।

৮.৫ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়েন স্যাম কারান। ১৫ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ৯.৫ ওভারে উমরান মালিকের বলে আপাটকার শট খেলেন সিকন্দর রাজা। থার্ডম্যান বাউন্ডারিতে বল জমা পড়ে মায়াঙ্ক আগরওয়ালের হাতে। ৬ বলে ৫ রান করেন সিকন্দর। ১০.৪ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাহরুখ খান। ১১.২ ওভারে উমরান মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হরপ্রীত ব্রার।

১২.৫ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাহুল চাহার। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পঞ্জাব ৭৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাথন এলিস। মায়াঙ্ক মার্কান্ডে ৩ ওভারে ১০ রানেকর বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

পঞ্জাবের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, ন্যাথন এলিস, মোহিত রথী ও অর্শদীপ সিং।

হায়দরাবাদের প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম (ক্যাপ্টেন), এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিটন সুন্দর, মারকো জানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও টি নটরাজন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ