ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সালাহকে বাঁচালো ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড ফিরমিনো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১০ ১১:৪৫:১৮
সালাহকে বাঁচালো ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড ফিরমিনো

রোববার রাতে আ্যনফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল-আর্সেনালের ম্যাচটি ২-২। মার্টিনেল্লি ও জেসুসের গোলে ২-০ ব্যবধানে আর্সেনাল এগিয়ে যাওয়া পর বিরতির আগে একটি গোল শোধ করেন সালাহ। আর একেবারে শেষ মুহূর্তে লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড ফিরমিনোর গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।

লীগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল এদিন ম্যাচের শুরুটা করেছিল সেরাদের মতোই।ম্যাচের অষ্টম মিনিটেই মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় গানার্সরা।আধিপত্য ধরে রেখে ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে সফরকারীরা। এবার গোলে অবদান রাখেন মার্তিনেলি। বাঁ দিক থেকে তার ক্রসে ছয় গজ বক্সের মুখে অনেকটা লাফিয়ে হেডে গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

২-০ গোলে এগিয়ে থেকে প্রায় এক যুগ পর অ্যানফিল্ডে ম্যাচ জেতার সুভাস পাচ্ছিল গানার্সরা।তবে মাঠে খুব সহজে হার মানতে রাজি ছিল না লিভারপুল। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে অলরেড ছিল।

৩৪ তম মিনিটে সালাহ আর্সেনালকে গোলরক্ষক কে ওয়ান টু ওয়ান পেয়েও লক্ষচ্যুত না হলে একটি করে শোধ করে ফেলতে পারত লিভারপুল।৪২তম মিনিটে অবশ্য হেন্ডারসনের পাস জালে পাঠিয়ে ভুল শোধরান লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড।২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অল রেডসরা।

৫৪তম মিনিটে সালাহর সামনে সুযোগ আসে সমতা টানার, কিন্তু স্পট কিকে বাইরে বল মারেন তিনি। জটা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল লিভারপুল।

এরপর ম্যাচ আধিপত্য ধরে রাখলেও কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল। তবে ৮৭ তম মিনিটে স্বাগতিকদের ত্রাতা হয়ে আসেন ফিরমিনো।ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাটিয়ে লিভারপুল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই ড্রয়ে লিগের শিরোপা লড়াইও জমে উঠল। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।সিটির সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ