ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএলে ১৪ বছরের লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১০ ১৪:৩৫:১১
আইপিএলে ১৪ বছরের লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন মাশরাফি

রবিবার (৯ এপ্রিল) আহমেদাবাদে আইপিএলের ১৬তম মরসুমের শেষ ওভারে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ২৯ রান। তবে গুজরাট টাইটান্সের ফাস্ট বোলার যশ দয়ালের ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন কলকাতার ব্যাটসম্যান রিংকু সিং।

২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন মাশরাফি। সেবার ডেকান চার্জসের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ ওভারে প্রতিপক্ষ দল ২১ রান তাড়া করতে নেমে ২৬ রান করে টাইগার ফাস্ট বোলার। যা এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া।

এবার দয়ালের শেষ ওভারে কেকেআরের ব্যাটাররা তুলে নেন ৩১ রান। এতে লজ্জার সেই রেকর্ড কাঁধে তুলে দিয়ে এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেলেন মাশরাফী। ২০০৯ সালের ওই আসরে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফী। আর সে ম্যাচে ৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ‍উইকেটশূন্য ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ