ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আমেরিকার চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখেনিন সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১০ ১৫:২১:০৯
আমেরিকার চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখেনিন সময়সূচি

তবে এবার জাতীয় দল নয়, অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে ইকুয়েডরে। টুএই আসরটি তে প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ।

মুলাত গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ থেকে সেরা ছয়টি দল ইতোমধ্যে নিশ্চিত করেছে ফাইনাল রাউন্ড। গ্রুপ ‘এ’ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখে ফাইনাল রাউন্ডে উঠেছে ব্রাজিল। অন্যদিকে অপর দুই দল হচ্ছে, চিলি ও স্বাগতিক ইকুয়েডর। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে থেকে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপর দুই দল হচ্ছে, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্স-আপ।

এদিকে, ফাইনাল রাউন্ডের লড়াইয়ের শেষ দিনে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

উল্লেখ্য, টুর্নামেন্টটির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। এছাড়া বলিভিয়া ও কলম্বিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ