ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নতুন ইতিহাস গড়লো ধাওয়ানের পঞ্জাব কিংস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১১ ১০:৩৯:০১
নতুন ইতিহাস গড়লো ধাওয়ানের পঞ্জাব কিংস

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দশম উইকেট জুটিতে ধাওয়ান এবং রাঠি জুকি বেঁধে তোলেন ৫৫ রান। দশম উইকেটে অবিচ্ছেদ্য ৫৫ রানের পার্টনারশিপ গড়ে তারা। এর আগের নজিরটি ছিল রাজস্থান রয়্যালসের দুই ব্যাটারের। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর এই নজির গড়েছিলেন রাজস্থান রয়্যালসের টম কারেন এবং অঙ্কিত রাজপুত জুটি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ উইকেট জুটিতে তারা তুলেছিল ৩১ রান। সেই জুটিও ছিল অবিচ্ছেদ্য।

এ দিনের ম্যাচে ৯৯ রানে অপরাজিত ছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। মাত্র ৬৬ বলে ৯৯ রান করেন শিখর। ১৫তম ওভারের শেষ বলে নাথান এলিসকে আউট করে দেন ময়াঙ্ক মারকান্ড। ম্যাচে এটি ছিল তাঁর চতুর্থ উইকেট। পঞ্জাব কিংসের রান তখন ৯ উইকেটে ৮৮ রান । পরবর্তীতে পঞ্জাব পুরো ২০ ওভার ব্যাটিং করতে সক্ষম হয়। ১৪৩ রান করে তারা। মোহিত রাঠিকে নিয়ে দশম উইকেটে আইপিএলের রেকর্ড ৫৫ রান যোগ করেন শিখর ধাওয়ান। রাঠির অবদান ছিল মাত্র ১ রান। খেলেছেন মাত্র ২ বল। পঞ্জাব অধিনায়ক ধাওয়ান অপরাজিত ছিলেন ৯৯ রানে। ১ রানের জন্য স্বীকৃত টি-২০'তে তৃতীয় শতরানটি হাতাছাড়া হল ধাওয়ানের।

ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে ১৪৪ রানের লক্ষ্যমাত্রা ১৭ বল বাকি থাকতে এবং ৮ উইকেট হারিয়ে তোলে হায়দরাবাদ। ফলে চলতি আইপিএলে তাদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল হায়দরাবাদ। অন্যদিকে চলতি আইপিএলে তৃতীয় ম্যাচে প্রথম হারের সম্মুখীন হল ধাওয়ানের পঞ্জাব। রান তাড়া করার সময়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১০০ রান যোগ করেন রাহুল ত্রিপাঠি ও এডেন মার্করাম। ৪৮ বল খেলে ৭৪ রানে অপরাজিত থাকেন ত্রিপাঠি। অধিনায়ক মার্করাম ২১ বলে করেন ৩৭ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ