এক নজরে দেখনিন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ১০ দলের অধিনায়কের নাম

২০১৯ ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল ১০ দল। সব কিছু ঠিকঠাক থাকলে তাদের কেউই ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দায়িত্বে থাকছেন না, এটা নিশ্চিতভাবে বলাই যায়। আর এমনটা হলে, ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে চলছে।
চোটের কারণে লম্বা সময়ের জন্য নিউজিল্যান্ড দলের বাইরে চলে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এক্ষেত্রে বিশ্বকাপে তার খেলাও অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে কিউই এই ওপেনার সুস্থ হয়ে না উঠলে অন্য কারোর নেতৃত্বেই খেলতে যাচ্ছে দলটি।
ওয়ানডে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া বাকি ৬ দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতের গুরুদায়িত্বে ছিলেন বিরাট কোহলি। তবে এখন সব ফরম্যাটে রোহিত শর্মাকে ভারতের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া অ্যারন ফিঞ্চও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর ফলে অজিরা এবার প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে।
এদিকে বাংলাদেশের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টাইগারদের নয়া কাপ্তান এখন তামিম ইকবাল। সবকিছু ঠিকঠাক থাকলে এই ওপেনারের নির্দেশনাতেই ভারত বিশ্বকাপে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।
অন্যদিকে ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব ছিলেন গুলবাদিন নাইব। কিন্তু তার পরিবর্তে লম্বা সময় ধরে আফগানদের সামলাচ্ছেন হাশমতউল্লাহ শহীদি। এ ছাড়া সরফরাজ আহমেদের অধ্যায় শেষ করে সব ফরম্যাটের পাকিস্তানের অধিনায়ক এখন বাবর আজম।
আর ইংল্যান্ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ান মরগানও অবসরে চলে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ইংলিশদের বর্তমান কাপ্তান হিসেবে আছেন জস বাটলার।
তবে এখনও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেনি বাকি ৩ দল। আর জায়গা পেলেও নয়া অধিনায়কের অধীনে মাঠে নামবে দলগুলো।
জেসন হোল্ডারের অধ্যায় শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্বে এখন আছেন শাই হোপ। দলের আশপাশে নেই দক্ষিণ আফ্রিকার আগের বিশ্বকাপের অধিনায়ক ফাফ ডু প্লেসি, প্রোটিয়াদের বর্তমান অধিনায়ক হিসেবে আছেন টেম্বা বাভুমা।
সরাসরি বিশ্বকাপে জায়গা করতে না পারা শ্রীলঙ্কার নেতৃত্বে দাসুন শানাকা, এক্ষেত্রে ১০ দলের অধিনায়কেই পরিবর্তন এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আর হুট করে কোনো পরিবর্তন না আসলে তারাই থাকছেন দলগুলোর নেতৃত্বে।
চলতি বছরের ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। আর ফাইনাল হবে ১৯ নভেম্বর। আয়োজক ভারতসহ ৭ দল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে। এদের সঙ্গে যোগ দেবে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হবে আরও দুই দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সরকারি চাকরিজীবীদেরজন্য সুসংবাদ! ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!