ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রিঙ্কুর ‘পাঁচ’ বলে ‘পাঁচ’ ছক্কা যা বললেন লিটন দাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১১ ১২:১৫:২৩
রিঙ্কুর ‘পাঁচ’ বলে ‘পাঁচ’ ছক্কা যা বললেন লিটন দাস

এমন কঠিন কাজটাই করলেন কলকাতার রিঙ্কু। গুজরাটের বিপক্ষে শেষের ওভারে ২৯ রান প্রয়োজন হলে প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ। দয়ালের শেষ বলে যখন ২৮ রান দরকার ছিল, তখন পাঁচটি ছয় হাঁকিয়ে দলকে জেতানো রিঙ্কুর প্রশংসায় করলেন নতুন সতীর্থ লিটন দাস।

“মনে তো হচ্ছে (সেরা ইনিংসগুলোর একটি)। নামার পর শুনলাম যে ম্যাচ আমরা জিতে গেছি। এরচেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না। রিঙ্কু অসাধারণ খেলেছে। ও নিয়মিত ভালো ক্রিকেট খেলছে।”

ছয় বলে ছয় ছক্কা কথা ভাবলে প্রথমেই মনে পড়ে যুবরাজ সিং কিংবা হার্শেল গিবসের নাম। যুবরাজ তো প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড করেন। তবে লিটন বললেন, ক্রিকেটে এমন দৃশ্য আর কবে দেখা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

“৫ বলে ২৮ লাগত! পরে পাঁচ বলে পাঁচ ছয়! ক্রিকেটে এটা খুবই বিরল। এরকম আবার কবে হবে কেউ জানে না।”

লিটনকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছেন কলকাতা। তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পরই কেকেআর তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যে ‘অবশেষে অপেক্ষায় ফুরালো’। কেকেআরের পরবর্তী ম্যাচ আগামী ১৪ এপ্রিল। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নামবে দলটি। তবে সেদিন লিটনের অভিষেক হবে কি না তা নিশ্চিত নয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ