বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন রাহানে

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গতবারও ফাইনালে জায়গা ভারত কিন্তু জিততে পারেনি। পরপর দুইবার ফাইনালে জায়গা করে নজির তৈরি করেছে মেন ইন ব্লু। তবে ফাইনালে উঠলেও ভারতকে চাপে রাখছে শীর্ষস্থানীয় কিছু বোলার ও ব্যাটারদের চোট। ইতিমধ্যেই চোটে ভুগছেন ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরাহ। বছর শেষে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন আক্রমণাত্মক ব্যাটার ঋষভ পন্ত। বর্ডার-গাভাসকর ট্রফি চলার সময় পিঠে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে বেশ চাপে রোহিত শর্মার দল। এই সমস্যার সমাধান করতে চাইবে রাহুল দ্রাবিড়রা। অন্যদিকে বছর শেষে আবার দেশের মাটিতে রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এগোতে চাইছেন মিস্টার ডিপেন্ডেবল।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, 'রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে সহ অন্যান্য সাপোর্ট স্টাফরা ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে জাতীয় অ্যাকাডেমি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসবে।'
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিক প্রধান হিসাবে ভিভিএস শুধুমাত্র ক্রিকেটারদের চোট আঘাত সমস্যার উন্নতির বিষয় দেখছেন না। এই দায়িত্বের সঙ্গে সঙ্গেই তিনি নতুন ক্রিকেটার তুলে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, দ্রাবিড় এবং ভিভিএস ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আরও বেশ কয়েকটি সফর রয়েছে। তা নিয়েও কথা হবে।
তবে সূত্র মারফত জানা গিয়েছে, ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের বিসিসিআই কোনও রকম চিঠি দেয়নি। প্রসঙ্গত, টুর্নামেন্টের শুরুতে শোনা যায়, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের যাতে অতিরিক্ত চাপ দেওয়া না হয় তা জানানো। তবে সরকারি ভাবে কোনও কিছু জানানো হয়নি বোর্ডের তরফ থেকে।
পাশাপাশি অজিঙ্কা রাহানেকে ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ঘরোয়া মরশুমেই নয়, আইপিএলেও রান পাচ্ছেন রাহানে। সেই বিষয়ও এই বৈঠকে আলোচনা হতে পারে মনে করা হচ্ছে। কারণ শ্রেয়স ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে রাহানে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি